TRENDING:

Patashpur Murder: অবৈধ সম্পর্ক দেখে ফেলায় মহিলাকে ধর্ষণের চেষ্টা...! কীটনাশক, মারধর! আরও এক মৃত্যু পটাশপুরে! গণপিটুনিতে মৃত্যু অভিযুক্তেরও

Last Updated:

Patashpur Murder: পটাশপুর থানার ভুবন মঙ্গলপুর এলাকায় এক মহিলার সঙ্গে এক ব্যক্তির অবৈধ সম্পর্ক দেখে ফেলায় বেশ কয়েকদিন ধরে হুমকি দেওয়া হচ্ছিল নির্যাতিতাকে। তার পরেই মারধর ও মুখে কীটনাশক খাইয়ে মারার অভিযোগ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পঙ্কজ দাশ রথী, পটাশপুর: জয়নগরের পরে পূর্ব মেদিনীপুরের পটাশপুরেও ধর্ষণের চেষ্টার অভিযোগ সামনে এসেছে। অবৈধ সম্পর্ক দেখে ফেলায় মহিলাকে তুলে নিয়ে গিয়ে মারধর করে ধর্ষণের চেষ্টা করা হয় বলে অভিযোগ! কীটনাশক খাইয়ে মেরে ফেলার চেষ্টা হয়েছিল বলেও দাবি। তমলুকে একটি বেসরকারি নার্সিংহোমে মৃত্যু হয় ওই মহিলার। এর পরেই জনরোষ! বিক্ষোভ! গণপিটুনিতে মৃত্যু হল অভিযুক্তেরও।
অবৈধ সম্পর্ক দেখে ফেলায় মহিলাকে ধর্ষণের চেষ্টা...! কীটনাশক, মারধর! আরও এক মৃত্যু পটাশপুরে!
অবৈধ সম্পর্ক দেখে ফেলায় মহিলাকে ধর্ষণের চেষ্টা...! কীটনাশক, মারধর! আরও এক মৃত্যু পটাশপুরে!
advertisement

আরও পড়ুন- নাবালিকার ধর্ষণ-খুনে থমথমে জয়নগর, ঘেরা হল পুলিশ ক্যাম্প, ময়নতদন্ত হবে রবিবারই!

সূত্রের খবর, পটাশপুর থানার ভুবন মঙ্গলপুর এলাকায় এক মহিলার সঙ্গে এক ব্যক্তির অবৈধ সম্পর্ক দেখে ফেলায় বেশ কয়েকদিন ধরে হুমকি দেওয়া হচ্ছিল নির্যাতিতাকে। তার পরেই মারধর ও মুখে কীটনাশক খাইয়ে মারার অভিযোগ। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, ওই মহিলা পটাশপুর থানার ভুবন মঙ্গলপুর এলাকার বাসিন্দা। কর্মসূত্রে বাইরে থাকেন তাঁর স্বামী। সেই সুযোগকে কাজে লাগিয়ে গ্রামেরই এক ব্যক্তি শনিবার বাড়ি থেকে জোর করে তুলে নিয়ে যান ওই গৃহবধূকে।

advertisement

আরও পড়ুন- এই গান গাইতে গিয়ে গলা দিয়ে রক্ত বেরিয়ে গিয়েছিল সোনু নিগমের! ২৭ বছর পরেও তা সুপারহিট!

সেরা ভিডিও

আরও দেখুন
ইউটিউব দেখেই কামাল করছে এই কিশোর, দেখলে আপনিও চোখ সরাতে পারবেন না
আরও দেখুন

অভিযোগ, ওই গৃহবধূকে ধর্ষণ এর চেষ্টাও করা হয়। বিষয়টি যাতে ফাঁস না হয়ে যায় বেধড়ক মারধর করা হয় ওই মহিলাকে। জানাজানি হতে আহত অবস্থায় মহিলাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। এর পর তমলুকে রেফার করা হলে রবিবার সকালে মৃত্যু হয় ওই মহিলার। বিষয়টি সামনে আসতেই এলাকায় জনরোষ ছড়িয়ে পড়ে। উত্তেজিত জনতা অভিযুক্ত ব্যক্তিকে বাড়ি থেকে বের করে এনে গণধোলাই দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ভূপতিনগর থানার পুলিশ। পুলিশকে ঘিরেও বিক্ষোভ শুরু হয়। অভিযুক্ত ব্যক্তি ও এক মহিলাকে ঘটনারস্থল থেকে উদ্ধার করা হয়। তার পরেই গনপিটুনিতে অভিযুক্ত ব্যক্তির মৃত্যু হয়েছে। তার নাম সুকচাঁদ মাইতি।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Patashpur Murder: অবৈধ সম্পর্ক দেখে ফেলায় মহিলাকে ধর্ষণের চেষ্টা...! কীটনাশক, মারধর! আরও এক মৃত্যু পটাশপুরে! গণপিটুনিতে মৃত্যু অভিযুক্তেরও
Open in App
হোম
খবর
ফটো
লোকাল