সোমবার গভীর রাতে হলদিয়ার দুর্গাচকে ওই বেসরকারি সার কারখানার দুই শ্রমিককে মারধর করার হয়েছে বলে অভিযোগ উঠেছে। রাতের অন্ধকারে দুই শ্রমিককে কারখানার বাইরে ডেকে নিয়ে যায় একদল দুষ্কৃতী। এরপর তাঁদের উপর চড়াও হয়ে বেধড়ক পেটানো হয়। গভীর রাতের ঘটনা স্থানীয়দের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছে। আক্রান্ত শ্রমিকদের উদ্ধার করে হলদিয়া মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানেই চিকিৎসা চলছে তাঁদের।
advertisement
জানা যাচ্ছে, দুর্গাচকের সার উৎপাদনকারী সংস্থা ইন্দোরমা কারখানার হলদিয়া ডকসাইডে পন্য পরিবহনকারী দুই শ্রমিকের উপর রাতের অন্ধকারে হামলা চালানো হয়েছে। ইন্দোরমা ডকসাইড পন্য পরিবহনের শ্রমিকরা বেশ কিছু দাবি দাওয়া নিয়ে আন্দোলনে নেমেছিল। আর সেই আন্দোলনের মুখ বন্ধ করতে দুষ্কৃতীদের দিয়ে শ্রমিকদের ওপর হামলার এমন ঘটনা ঘটানো হয়েছে বলেই অভিযোগ করছেন কারখানার অন্যান্য শ্রমিকেরা।