পূর্ব বর্ধমানের বুদবুদ থানার অন্তর্গত মারো গ্রামে বছর ৩৬-এর জোসনা বাগদির রক্তাক্ত দেহ উদ্ধার হয়েছে। রবিবার রাতে খুনের ঘটনাটি ঘটেছে। গ্রামবাসীরাই প্রথম দেহটি দেখতে পান। মুহূর্তের মধ্যে সাড়া পড়ে যায় গোটা গ্রামে। গলায় আঘাতের চিহ্ন দেখে পরিবারের অভিযোগ, খুন করা হয়েছে।
advertisement
মারো গ্রামে জোসনা বাগদি তার দুই সন্তানকে নিয়ে বসবাস করতেন। তার স্বামী বছর চারেক আগে মারা গিয়েছেন। মৃত জোসনা বাগদির জা জানিয়েছেন, দুই ছেলেকে নিয়ে রবিবার বাপের বাড়ি গিয়েছিলেন জোসনা। সেখান থেকে সন্ধ্যেবেলায় ফেরার কথা। কিন্তু রাত হয়ে গেলও বাড়ি ফিরছিল না তারা কেউ। অবশেষে খবর আছে গ্রামে ঢোকার মুখে নির্জন জায়গায় জোসনার দেহ পড়ে আছে।
খবর যায় বুদবুদ থানা। এরপর পুলিশ ঘটনাস্থলে এসে দেহটি উদ্ধার করে নিয়ে যায়। এই ঘটনার পর এলাকার মানুষদের মধ্যে আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে। কারণ ১৯ নম্বর জাতীয় সড়ক থেকে গ্রামে আসার এই একটি মাত্র রাস্তা। সেই রাস্তা দিয়েই দীর্ঘদিন ধরে গ্রামের মানুষরা যাতায়াত করেন নির্ভয়। কিন্তু সেই রাস্তাতেই এমন বীভৎস ঘটনা ঘটে গেল ভাবতেই পারছেন না কেউ। পরিবারের দাবি খুন করা হয়েছে জোসনাকে। ঘটনার তদন্ত শুরু করেছে বুদবুদ থানার পুলিশ।