TRENDING:

Purba Bardhaman: দুয়ারে সরকার ক্যাম্পে মানুষের ঢল বাড়াতে আদিবাসী নৃত্যের আসর

Last Updated:

Purba Bardhaman: এরুয়ার গ্রাম পঞ্চায়েতের উদ্যোগেও হচ্ছে দুয়ারে সরকার ক্যাম্প (Duare Sarkar) । আর এই ক্যাম্পে অনুষ্ঠিত হচ্ছে আদিবাসী নৃত্য (Tribal Dance) ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#পূর্ব বর্ধমান:  সরকারের নির্দেশ মতো তৃতীয় পর্যায়ে দুয়ারের সরকার ক্যাম্প চলছে সারা রাজ্য জুড়ে। সেই মতো পূর্ব বর্ধমান (Purba Bardhaman) জেলাতেও চলছে ক্যাম্প । এরুয়ার গ্রাম পঞ্চায়েতের উদ্যোগেও হচ্ছে দুয়ারে সরকার ক্যাম্প (Duare Sarkar) । আর এই ক্যাম্পে অনুষ্ঠিত হচ্ছে আদিবাসী নৃত্য (Tribal Dance) ।
Duare sarkar camp
Duare sarkar camp
advertisement

এদিন দুয়ারে সরকার ক্যাম্প (Duare Sarkar)  উপস্থিত ছিলেন ভাতার বিধানসভার বিধায়ক মান গোবিন্দ অধিকারী, ভাতার ব্লক আধিকারিক অরুণ কুমার বিশ্বাস , থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক সৈকত মণ্ডল গ্রাম পঞ্চায়েতের প্রধা ন উপপ্রধান সহ অন্যান্য সদস্যরা । এদিন বিধায়ক মান গোবিন্দ অধিকারীকে দেখা যায় আদিবাসীদের সঙ্গে তালে তাল মেলাতে । এই আদিবাসী  নৃত্য (Tribal Dance) দৃষ্টি আকর্ষণ করেছে সকলের । এর ফলে ক্যাম্পে  (Duare Sarkar) ভিড় হয় এদিন দ্বিগুণ। এদিনে এই ক্যাম্পে সরকারি প্রকল্পের পাশাপাশি স্বাস্থ্য শিবিরের ও আয়োজন করা হয়। সেখানে ভ্যাকসিন প্রদানও চলে । দিন বহু মানুষ আসেন ভ্যাকসিন নিতে ।

advertisement

এ বিষয়ে ভাতারের বিধায়ক মান গোবিন্দ অধিকারী বলেন, মানুষের ভালই সাড়া পাওয়া যাচ্ছে ক্যাম্পে । সরকারি সমস্ত প্রকল্প গুলির উপর জোর দিচ্ছে এলাকার মানুষ। নতুন সংযোজন হয়েছে স্বাস্থ্য শিবির । স্বাস্থ্য শিবিরেও বহু মানুষের ভিড় আছে । একদিকে মানুষ পরিষেবা নিতে এসেছেন অন্যদিকে আদিবাসী নৃত্যও (Tribal Dance) দেখছেন সকলে । স্বাভাবিকভাবে ভিড় হয়েছে ক্যাম্পে ।

advertisement

অন্যদিকে  গ্রাম পঞ্চায়েতের সদস্য ঝুলন অধিকারী জানান , ‘‘দুয়ারে সরকার ক্যাম্পে (Duare Sarkar Camp) এ বছর নতুন সংযোজন স্বাস্থ্য বিভাগ সেখানে মানুষের ব্যাপক সাড়া রয়েছে ।’’

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

Malobika Biswas

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Purba Bardhaman: দুয়ারে সরকার ক্যাম্পে মানুষের ঢল বাড়াতে আদিবাসী নৃত্যের আসর
Open in App
হোম
খবর
ফটো
লোকাল