এদিন দুয়ারে সরকার ক্যাম্প (Duare Sarkar) উপস্থিত ছিলেন ভাতার বিধানসভার বিধায়ক মান গোবিন্দ অধিকারী, ভাতার ব্লক আধিকারিক অরুণ কুমার বিশ্বাস , থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক সৈকত মণ্ডল গ্রাম পঞ্চায়েতের প্রধা ন উপপ্রধান সহ অন্যান্য সদস্যরা । এদিন বিধায়ক মান গোবিন্দ অধিকারীকে দেখা যায় আদিবাসীদের সঙ্গে তালে তাল মেলাতে । এই আদিবাসী নৃত্য (Tribal Dance) দৃষ্টি আকর্ষণ করেছে সকলের । এর ফলে ক্যাম্পে (Duare Sarkar) ভিড় হয় এদিন দ্বিগুণ। এদিনে এই ক্যাম্পে সরকারি প্রকল্পের পাশাপাশি স্বাস্থ্য শিবিরের ও আয়োজন করা হয়। সেখানে ভ্যাকসিন প্রদানও চলে । দিন বহু মানুষ আসেন ভ্যাকসিন নিতে ।
advertisement
এ বিষয়ে ভাতারের বিধায়ক মান গোবিন্দ অধিকারী বলেন, মানুষের ভালই সাড়া পাওয়া যাচ্ছে ক্যাম্পে । সরকারি সমস্ত প্রকল্প গুলির উপর জোর দিচ্ছে এলাকার মানুষ। নতুন সংযোজন হয়েছে স্বাস্থ্য শিবির । স্বাস্থ্য শিবিরেও বহু মানুষের ভিড় আছে । একদিকে মানুষ পরিষেবা নিতে এসেছেন অন্যদিকে আদিবাসী নৃত্যও (Tribal Dance) দেখছেন সকলে । স্বাভাবিকভাবে ভিড় হয়েছে ক্যাম্পে ।
অন্যদিকে গ্রাম পঞ্চায়েতের সদস্য ঝুলন অধিকারী জানান , ‘‘দুয়ারে সরকার ক্যাম্পে (Duare Sarkar Camp) এ বছর নতুন সংযোজন স্বাস্থ্য বিভাগ সেখানে মানুষের ব্যাপক সাড়া রয়েছে ।’’
Malobika Biswas