TRENDING:

Purba Bardhaman: দুয়ারে সরকার ক্যাম্পে মানুষের ঢল বাড়াতে আদিবাসী নৃত্যের আসর

Last Updated:

Purba Bardhaman: এরুয়ার গ্রাম পঞ্চায়েতের উদ্যোগেও হচ্ছে দুয়ারে সরকার ক্যাম্প (Duare Sarkar) । আর এই ক্যাম্পে অনুষ্ঠিত হচ্ছে আদিবাসী নৃত্য (Tribal Dance) ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#পূর্ব বর্ধমান:  সরকারের নির্দেশ মতো তৃতীয় পর্যায়ে দুয়ারের সরকার ক্যাম্প চলছে সারা রাজ্য জুড়ে। সেই মতো পূর্ব বর্ধমান (Purba Bardhaman) জেলাতেও চলছে ক্যাম্প । এরুয়ার গ্রাম পঞ্চায়েতের উদ্যোগেও হচ্ছে দুয়ারে সরকার ক্যাম্প (Duare Sarkar) । আর এই ক্যাম্পে অনুষ্ঠিত হচ্ছে আদিবাসী নৃত্য (Tribal Dance) ।
Duare sarkar camp
Duare sarkar camp
advertisement

এদিন দুয়ারে সরকার ক্যাম্প (Duare Sarkar)  উপস্থিত ছিলেন ভাতার বিধানসভার বিধায়ক মান গোবিন্দ অধিকারী, ভাতার ব্লক আধিকারিক অরুণ কুমার বিশ্বাস , থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক সৈকত মণ্ডল গ্রাম পঞ্চায়েতের প্রধা ন উপপ্রধান সহ অন্যান্য সদস্যরা । এদিন বিধায়ক মান গোবিন্দ অধিকারীকে দেখা যায় আদিবাসীদের সঙ্গে তালে তাল মেলাতে । এই আদিবাসী  নৃত্য (Tribal Dance) দৃষ্টি আকর্ষণ করেছে সকলের । এর ফলে ক্যাম্পে  (Duare Sarkar) ভিড় হয় এদিন দ্বিগুণ। এদিনে এই ক্যাম্পে সরকারি প্রকল্পের পাশাপাশি স্বাস্থ্য শিবিরের ও আয়োজন করা হয়। সেখানে ভ্যাকসিন প্রদানও চলে । দিন বহু মানুষ আসেন ভ্যাকসিন নিতে ।

advertisement

এ বিষয়ে ভাতারের বিধায়ক মান গোবিন্দ অধিকারী বলেন, মানুষের ভালই সাড়া পাওয়া যাচ্ছে ক্যাম্পে । সরকারি সমস্ত প্রকল্প গুলির উপর জোর দিচ্ছে এলাকার মানুষ। নতুন সংযোজন হয়েছে স্বাস্থ্য শিবির । স্বাস্থ্য শিবিরেও বহু মানুষের ভিড় আছে । একদিকে মানুষ পরিষেবা নিতে এসেছেন অন্যদিকে আদিবাসী নৃত্যও (Tribal Dance) দেখছেন সকলে । স্বাভাবিকভাবে ভিড় হয়েছে ক্যাম্পে ।

advertisement

অন্যদিকে  গ্রাম পঞ্চায়েতের সদস্য ঝুলন অধিকারী জানান , ‘‘দুয়ারে সরকার ক্যাম্পে (Duare Sarkar Camp) এ বছর নতুন সংযোজন স্বাস্থ্য বিভাগ সেখানে মানুষের ব্যাপক সাড়া রয়েছে ।’’

সেরা ভিডিও

আরও দেখুন
রেল বোর্ডের চেয়ারম্যানের পরিদর্শনের পরেই কাজে গতি! মিনি এয়ারপোর্ট-এর অপেক্ষায় মালদহ স্টেশন
আরও দেখুন

Malobika Biswas

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Purba Bardhaman: দুয়ারে সরকার ক্যাম্পে মানুষের ঢল বাড়াতে আদিবাসী নৃত্যের আসর
Open in App
হোম
খবর
ফটো
লোকাল