কেউ অফিস ফেরার পথে স্ট্রেস কমাতে, তো কেউ বন্ধু-বান্ধবদের সঙ্গে আড্ডা দিতে আসেন এই চায়ের দোকানে। শেখ হাসিবুল একাই সামলান এই চায়ের দোকানটি। প্রতিদিন তাঁর চায়ের দোকানে আসে নতুন নতুন মানুষ সঙ্গে আসে নতুন নতুন গল্প , আর সেই সব মানুষ ও তাঁদের গল্পের সঙ্গে নিজেকেও জড়িয়ে ফেলে এই ছোট্ট চায়ের দোকানের মালিক শেখ হাসিবুল।
advertisement
আরও পড়ুন - Nadia News: পরম যত্নে নিজের ভাবনায় বানিয়ে তোলেন গামছা, গুণে অনন্য মাকুতে বোনা সুতির সুতো
সারাদিনে ৫০ থেকে ৬০ লিটার চা বিক্রি হয়। তবে শীত কালে বিক্রির পরিমাণ হয় দ্বিগুণ। ছোট কাজ থেকেই বড় হয়ে ওঠা কে প্রাধান্য দিয়ে এই চায়ের দোকান খুলে ছিলেন শেখ হাসিবুল। দীর্ঘ কয়েক বছর ধরে নার্স কোয়ার্টারের সামনে ওই চায়ের দোকান চালাচ্ছেন তিনি। বর্তমানে বিক্রি বেড়েছে চায়ের । ফলের চা বিক্রি করে দিব্যি চলছে তাঁর।
Malobika Biswas