TRENDING:

কোনরকম কুলিং মেশিন ছাড়াই ২৪ ঘণ্টা ঠাণ্ডা! কীভাবে এমন সম্ভব? বর্ধমানের হাওয়া মহলের 'শীতল' রহস্য জানলে আপনিও হা হয়ে যাবেন

Last Updated:

Hawa Mahal in Bardhaman: রাজ আমলে ছিল না এয়ার কুলার, ছিল না কোন ঘর ঠান্ডার মেশিন। তাই রাজা তেজচাঁদ একটি মহল তৈরি করেন। মহলটি এমন ভাবে তৈরি করা হয় যাতে সব সময় তা ঠান্ডা থাকে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বর্ধমান, সায়নী সরকার: নেই রাজা, নেই রাজত্ব, নেই রাজতন্ত্র তবুও বিরাজমান বর্ধমান রাজার তৈরি গ্রীষ্মবাস বা হাওয়া মহল, যা আজ বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অধীনে। রাজার আমলে ছিল না এয়ার কুলার, ছিল না কোন ঘর ঠান্ডার মেশিন। তাই রাজা তেজচাঁদের আমলে গজগিরি পুকুরের পাড়ে একটি মহল তৈরি করা হয়। মহলটি এমন ভাবে তৈরি করা যাতে সব সময় ঠান্ডা থাকে। গ্রীষ্মকালে বেশিরভাগ সময় এই মহলেই থাকতেন রাজা। কোন অত্যাধুনিক পদ্ধতি ছাড়াই এই মহল কীভাবে ঠান্ডা থাকত? প্রাচীন সেই পদ্ধতির সম্পর্কে জানলে অবাক হবেন আপনিও।
advertisement

আরও পড়ুনঃ বইয়ের নেশায় বিভোর! বিকেল হতেই ৮ থেকে ৮০ সকলেই ছুটে আসছেন ‘এই’ লাইব্রেরিতে! কী এমন রয়েছে গ্রন্থাগারে?

মহলের প্রতিটি ঘরের মুখোমুখি জানালা এবং নিচ দিয়ে গজগিরি পুকুর থেকে বাইরের পরিখায় জল প্রবাহের ব্যবস্থা ছিল। এই মহলটির নাম দেওয়া হয় দার-উল-বাহার যা হাওয়া মহল। মুখোমুখি জানালা এবং নিচ দিয়ে প্রবাহিত জলের ধারা মহলকে সব সময়ই ঠান্ডা রাখত। গ্রীষ্মকালের দুপুরগুলোতে বিশ্রাম নেওয়ার জন্য এই মহলে যেতেন রাজা এবং রাজার পরিবারের সদস্যারা। এই মহলটি বর্ধমান শহরের গোলাপবাগে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে অবস্থিত।

advertisement

আরও পড়ুনঃ বিদ্যাসাগরের জন্মভূমিতে এ এক ‘আজব’ স্কুল! শিক্ষক-শিক্ষিকা আছে অথচ নেই পড়ুয়া, কেন জানেন?

View More

রাজ আমলে ওই প্রসাদের ঠিক সামনে ছিল গোলাপের বাগান পরে লোক মুখে এই এলাকার নাম হয় গোলাপবাগ। ইতিহাসবিদ সর্বজিৎ যশ জানান, রাজা তেজচাঁদের আমলে তৈরি এই মহল। গ্রীষ্মকালে রাজা বেশিরভাগ সময়ই দার্জিলিংয়ের বাড়িতে থাকতেন কিন্তু রাজকার্যের জন্য যখন বর্ধমানে থাকতে হত তখন তিনি এই মহলেই থাকতেন। মহলের চারদিক দিয়ে হাওয়া প্রবাহ হয় বলে এই দার-উল-বাহারকে অনেকেই হাওয়া মহল বলেন। বর্তমানে পুরো এলাকাটিকে গোলাপবাগ বলা হলেও এক একটি জায়গার এক একটি নাম রয়েছে।

advertisement

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

বর্তমানে এই ঐতিহাসিক গ্রীষ্মাবাসটি বর্ধমান বিশ্ববিদ্যালয়ের তত্ত্বাবধানে রয়েছে। আধুনিক শীতাতপ নিয়ন্ত্রক ব্যবস্থা ছাড়াই এটি কীভাবে শীতল থাকত, তার নির্মাণশৈলী সত্যিই মুগ্ধ করার মতন। এটি কেবল একটি পুরোনো স্থাপত্য নয়, বরং এটি বিজ্ঞান ও প্রকৌশলের এক অনন্য নিদর্শন, যা সেই সময়ের রাজকীয় জীবনযাত্রা এবং প্রযুক্তিগত জ্ঞানের পরিচয় বহন করে।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
কোনরকম কুলিং মেশিন ছাড়াই ২৪ ঘণ্টা ঠাণ্ডা! কীভাবে এমন সম্ভব? বর্ধমানের হাওয়া মহলের 'শীতল' রহস্য জানলে আপনিও হা হয়ে যাবেন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল