জেলা পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযোগকারিণী পশ্চিম বর্ধমানের একটি সরকারি হাসপাতালের কর্মী। শুক্রবারই তিনি বর্ধমান মহিলা থানায় অভিযোগ করেন। অভিযোগে তিনি জানিয়েছেন, সমাজমাধ্যমে পরিচয় হওয়ার পরে তাঁদের মধ্যে ঘনিষ্ঠতা বাড়ে।ধৃত নিজেকে রাজ্য পুলিশের ‘স্পেশাল কনস্টেবল’ বলে পরিচয় দিয়েছিল এবং তাঁর বাড়ি কলকাতা বলে অভিযোগকারিণীকে জানিয়েছিল।পরিচয় ও পেশা গোপন রেখে বিয়ের আশ্বাস দিয়ে শারীরীক সম্পর্কও তৈরি করেছিল বলে অভিযোগ। প্রতারণা করার পাশাপাশি ওই তরুণীকে হুমকিও দেওয়া হচ্ছিল বলে অভিযোগ।
advertisement
পুলিশ সূত্রে খবর, গত ১৪ অক্টোবর ই-মেলের মাধ্যমে ওই মহিলা জেলা পুলিশের কাছে একটি চিঠি পাঠিয়েছিলেন। সেখানে তিনি দাবি করেন, অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ার থানায় বাজেয়াপ্ত করা মোবাইল ব্যবহার করে কথা বলত, তেমনই থানার বাজেয়াপ্ত করা মোটরসাইকেল নিয়ে ঘুরত।
এমন কি, পুলিশ পোর্টাল ব্যবহার করে তার মোবাইল নম্বর ধরে সে কোথায় যাচ্ছে, কী করছে, তার খোঁজ নিয়ে নানাভাবে হুমকি দিত ওই সিভিক ভলেন্টিয়ার। জেলা পুলিশ বিশেষভাবে তদন্ত করার পরেই ওই মহিলাকে লিখিত অভিযোগ করার জন্য পরামর্শ দেয়৷ শুক্রবার বর্ধমান মহিলা থানায় এসে অভিযোগ জানান ওই তরুণী।
