মূলত মুখ্যমন্ত্রীর নির্দেশেই মাগুর মাছ চাষের এই পরিকল্পনাকে বিশেষ গুরুত্ব দিচ্ছে জেলা প্রশাসন। করোনা পরিস্থিতিতে গ্রামের মানুষের হাতে কাজ নেই। উপার্জনও অনেক কমে গিয়েছে। তাই মুখ্যমন্ত্রী একশো দিনের কাজ সহ বিভিন্ন উন্নয়ন প্রকল্পের কাজে জোর দেওয়ার নির্দেশ দিয়েছেন। চলতি সপ্তাহে জেলা শাসক ও আধিকারিকদের সঙ্গে ভিডিও কনফারেন্স করেন মুখ্যমন্ত্রী। সেই বৈঠকেই ১০০ দিনের কাজ ছাড়াও জল ধরো জল ভরো প্রকল্পে বিশেষ গুরুত্ব দিতে বলা হয়। সেই প্রকল্পের মধ্যেই প্রতিটি গ্রামে পাঁচটি করে মাগুর মাছ চাষের পরিকাঠামো তৈরির নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।
advertisement
বাজারে এমনিতেই জিওল মাছ মধ্যবিত্তের নাগালের বাইরে। কই মাগুর সিঙির দেখাই পাওয়া যায় না। দেশি মাগুর মাছ আটশো নশো টাকা কেজি। মুখ্যমন্ত্রীর পরিকল্পনা বাস্তবায়িত হলে বাজারে সস্তায় জিওল মাছের দেখা মিলবে। সেই সঙ্গে মাগুর মাছ চাষ করে মোটা টাকা আয় করতে পারবেন বাসিন্দারা। জেলা প্রশাসন জানিয়েছে, জল ধরো জল ভরো প্রকল্পকে একশো দিনের কাজের মধ্যে যুক্ত করা হয়েছে। আগামী জুন মাস পর্যন্ত এই কাজে বিশেষ জোর দেওয়া হবে। এতে গ্রামবাংলায় বাড়তি শ্রম তৈরি হবে। তেমনই জলাশয়গুলির গভীরতা বাড়বে। সেইসঙ্গে জলাশয় গুলিতে মাছ চাষও বাড়বে।
Saradindu Ghosh