পূর্ব বর্ধমান জেলার কালনার সিঙের কোনের আনোকা গ্রামে এই ঘটনাকে কেন্দ্র করে জেলা জুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছিল। নিজের স্ত্রীকে নোড়া দিয়ে মাথা থেঁতলে খুন করার দায়ে সেই ব্যক্তিকে যাবজ্জীবন সাজা শোনালেন কালনা আদালতের অতিরিক্ত জেলা দায়রা বিচারক সুধীর কুমার। ২০১৭ সালের আগস্ট মাসের ১৭ তারিখ ওই ঘটনা ঘটেছিল।
advertisement
সাজা প্রাপ্ত ওই ব্যক্তির নাম নীলু বাগ। অভিযোগ ছিল, বিয়ের পর থেকেই বাপের বাড়ি থেকে পন আনার জন্য স্ত্রীর ওপর চাপ দিত নীলু। বাপের বাড়ি থেকে টাকা আনতে অস্বীকার করলে স্ত্রীর ওপর শারীরিক নির্যাতন চালাত নীলু। তা নিয়ে পরিবারে মাঝেমধ্যেই অশান্তি হতো। সেই অশান্তির জেরেই নোড়া দিয়ে থেঁতলে স্ত্রীকে খুন করার অভিযোগ উঠেছিল নীলুর বিরুদ্ধে।
কালনা আদালতের আইনজীবী মলয় পাঁজা বলেন, ‘‘বাপের বাড়ি থেকে টাকা আনার জন্য স্ত্রীকে সেখানে পাঠিয়েছিল নীলু। তার স্ত্রী খালি হাতে বাড়ি ফিরে আসেন এরপর সেই রাতেই নোড়া দিয়ে মাথা থেঁতলে তাকে খুন করে নীলু। ওই ঘটনায় কালনা থানা পুলিশ তাকে গ্রেফতার করে। সংশোধনাগারে রেখেই তার এতদিন ধরে বিচার চলছিল। কালনা থানার তৎকালীন IO শরিফুল ইসলাম সহ মোট পনেরো জনের স্বাক্ষ্য গ্রহণের পর এদিন মঙ্গলবার তাকে যাবজ্জীবনের সাজা শোনালেন কালনা আদালতের বিচারক।’’
এদিন এই মামলার কি রায় হয় তা জানতে আইনজীবীদের মধ্যে উৎসাহ ছিল চোখে পড়ার মতো। রায় ঘোষণার আগে আদালত কক্ষ আইনজীবীদের ভিড়ে ঠাসা ছিল। এই রায়কে স্বাগত জানিয়েছে মৃতার বাপের বাড়ি সদস্যরা।
Saradindu Ghosh