আরও পড়ুন: জনপ্রিয় টিভি শো-এ মাহেশ জগন্নাথ মন্দিরের সেবাইত কন্যা, তাঁর মন্তব্যে শোরগোল নেট দুনিয়ায়!
তবে এখনও কিছু জায়গায় পুতুল নাচের দেখা মেলে রথের মেলা হোক বা অন্য কোন পুজো অনুষ্ঠানে, গ্রামাঞ্চলে এখনও পুতুল নাচের ডাক পড়ে। তেমনিই হুগলির পান্ডুয়ার বৈঁচিগ্রামের রথের মেলায় দেখা মিলল পুতুল নাচের। নদীয়ার হাঁসখালি বগুলা থেকে পুতুল নাচের একটি দল এসেছে। রথের দিন থেকে শুরু হয় চলবে উল্টোরথ পর্যন্ত। সেখানে প্যান্ডেল করে তারের মাধ্যমে পুতুল নাচ দেখানো হয়। গ্রামের প্রবীণ থেকে নবীন সকলেই এই পুতুল নাচ দেখতে আসেন। গ্রামের বাসিন্দা প্রীতম মুখোপাধ্যায় বলেন, অনেকদিন পর পুতুল নাচ দেখলাম বেশ ভাললাগলো। এখন গ্রামাঞ্চলে আর এসব দেখা যায় না। দেখতে দেখতে মনে হচ্ছিল ছেলেবেলায় ফিরে গেছি।
advertisement
আরও পড়ুন: কপর্দক শূন্য হওয়া থেকে বাঁচতে কী করবেন? জানাল অর্থ দফতর
শিল্পী বিকাশ সরকার জানান, আগের মত আর পুতুল নাচের সেভাবে চাহিদা নেই। সময় বদলে গেছে, ঘরে ঘরে টিভি মোবাইলে মানুষ ব্যস্ত হয়ে পড়েছে। তবে আমাদের পুতুল নাচের দল এখনও আমরা টিকিয়ে রেখেছি। আমাদের পরের প্রজন্ম কেউ আর তৈরি হচ্ছে না। আগামী দিনে এই দলও টিকিয়ে রাখা যাবে না বলেই মনে হয়। আমরা বিভিন্ন রাজ্যে ও জেলাতেও পুতুল নাচের ডাক পড়ে তবে আগের থেকে তা তুলনায় অনেক কমেছে। সরকারি সাহায্য বলতে শিল্পী ভাতা পায়। তবে এই শিল্প আর কদিন থাকবে সেটাই এখন দেখার। দাঁ পরিবারের সদস্য পার্থ দাঁ বলেন, পুতুল নাচ বৈঁচিগ্রামের রথযাত্রার একটা ঐতিহ্য। গ্রামের প্রচুর মানুষ আসে এই রথযাত্রায়। বহু বছর ধরেই এই মেলায় পুতুল নাচ হয়ে আসছে। আগে কাঠের পুতুল নাচ হতো কিন্তু অনেক ব্যয় সাপেক্ষ হওয়ায় এখন তারের পুতুল নাচ হয়।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
রাহী হালদার