চোরের বিরুদ্ধে। নদীয়ার শান্তিপুর ব্লকের বাগআঁচড়া গ্রামের করমচাপুলি গ্রামের ২৬ নম্বর অঙ্গনওয়াড়ি কেন্দ্রে এক অদ্ভূত চুরি নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
অঙ্গনওয়াড়ি কেন্দ্রের শিক্ষিকা সঞ্চিতা হালদার বলেন, ''অন্য আর পাঁচটা সাধারণ দিনের মতো গতকালও তালা মেরে অঙ্গনওয়াড়ি কর্মীরা গেছেন বাড়িতে। আজ সকালে কেন্দ্র খোলার আগেই এলাকাবাসীরা লক্ষ্য করেন, গ্রিলের দরজার তালা ভেঙে লোপাট হয়েছে ডালের বস্তা।''
advertisement
এখানেই শেষ নয়, সবকিছু ওলোট পালোট ছিল ওই কেন্দ্রে। শুধুমাত্র ২১ কেজি মুসুরির ডালের একটি বস্তা চুরি হয়ে যায়। রান্নার ভোজ্য তেল মশলা সবকিছুই রয়েছে ঠিকঠাক, শুধু উধাও হয়েছে ডালের বস্তা!
আরও পড়ুন: শ্বশুর-শাশুড়িকে ঘর বন্ধ করে জ্বালিয়ে দিল জামাই! নৃশংসতার নয়া নজির হাওড়ায়
সেটা বস্তা থেকে মাত্র ৮ কিলো ডাল রান্না হয়েছিল। কিছু ডাল রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে। বাকি ডাল নিয়ে উধাও চোর।