বারাসত শহর রাজ্যের কাছে কালীপুজোর জন্য বিখ্যাত। অমবস্যার অন্ধকার চিড়ে নানান রং এর আলোর ঝর্নায় চমক দেয় বারাসত। তবে বারাসতের যুবক সংঘ, চারের পল্লী, কল্যানকৃৎ, সবুজ সংঘের দুর্গা পুজোকে নিয়ে মাতেন সবাই। আর শেঠপুকুর সার্বজনীন দূর্গা পূজার মেলায় সামিল না হওয়া মানে এবার পুজোর আনন্দ হল না। গতকয়েক বছর শেঠপুকুর সার্বজনীন দুর্গা পুজোর মেলা আর আগের মত হয় না বলে মন খারাপ মৌসুমী, রিয়াদের। বারাসত পুরসভার বামনমুড়ো এলাকার বাসিন্দা রিয়া দত্তের কথায় শেঠপুকুর সার্বজনীন দুর্গাপুজোর মেলায় পূজায় আড্ডা মারাটা ছিল তাঁদের কাছে ম্যাডক্স স্কোয়ারের মতো। কিন্তু গত কয়েক বছর দূর্গা পূজায় এই ম্যাডক্স স্কোয়ারের আড্ডাটাই কেড়ে নিয়েছে উন্নয়ন নামক দূ্র্বোদ্ধ শব্দটা। কালীপুজোয় সুভাষ মাঠের মেলা আর দুর্গা পুজায় শেঠপুকুর সার্বজনীন দুর্গাপুজোর মেলাই তো ছিল বারাসতবাসীর মিলন স্থল। সে সব আজ আর নেই। সন্ধ্যার ঝিরি বৃষ্টি মন খারাপ করেছে সৌমি রাখিদের।
advertisement
RAJARSHI Roy