অন্যদিকে, ধূপগুড়ির বটতলি স্বর্ণময়ী বিদ্যালয়ে ভাত, ডাল, সয়াবিনের বদলে মিড ডে মিলের মেনুতে আম-দুধ-ভাত। রয়েছে আম-দুধের ঠান্ডার সরবতও। উদ্যোগ হাসি ফুটিয়েছে ছোট ছোট পড়ুয়াদের মুখে। আপ্লুত শিক্ষকরাও। মেনুতে প্রতিদিনই ভাত, ডাল, সয়াবিন। কখনও বা ডিম-খিচুরি। মিড-ডে মিলে প্রতিদিন এই খাবার খেয়েই অভ্যস্ত ছাত্রীছাত্রীরা। এবার ছাত্রছাত্রীদের খাবারের মেনুতে বদল এনে তাক লাগিয়ে দিল ধূপগুড়ি ব্লকের বারঘড়িয়া এলাকায় বটতলি স্বর্ণময়ী প্রাথমিক বিদ্যালয়। গরমের মধ্যে ছাত্রছাত্রীদের জন্য স্কুল কর্তৃপক্ষ ব্যবস্থা করল আম-দুধ কাজু কিসমিস দিয়ে তৈরি ঠান্ডা সরবতের। শুধু তাই নয়, দুপুরের খাবারে ছিল আম-দুধ-ভাত। চৈত্রসংক্রান্তি উপলক্ষেও ছাত্রছাত্রীদের খাওয়ানো হয়েছিল উচ্ছের তরকারি, টক ডাল, সয়াবিন, মাশরুম। বাচ্চাদের মুখের হাসিই বারবার উৎসাহ জুগিয়েছে স্কুলের শিক্ষকদের।
advertisement