আরও পড়ুন: হাজার টাকা নিয়ে গেলেই এই দেশে ৩ লাখ, সস্তায় ছবির মতো সুন্দর বিদেশ ঘুরতে চলুন
রাজ্যে বর্তমান চলা পরিস্থিতিতে নারী ও সাধারণ মানুষের এখন একটাই দাবি আরজি কর কাণ্ডে নৃশংসভাবে ধর্ষণ করে খুন হওয়া তরুণী চিকিৎসকের মৃত্যুর রহস্য প্রকাশ্যে নিয়ে এসে, প্রকৃত দোষীদের চিহ্নিত করে দেওয়া হোক দৃষ্টান্তমূলক সাজা। সেই লক্ষ্যেই যেন এ বছরের শারদ উৎসব হতে চলেছে অনেকটাই শোকের আবহে। জেলা-সহ বিভিন্ন জায়গায় নানা ভাবে আন্দোলনে সামিল হচ্ছেন মানুষজন। মহিলারা ‘রাত দখল’ থেকে মানববন্ধন করে নানাভাবে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা চালাচ্ছেন।
advertisement
আরও পড়ুন: আটক সেমিনার হলের ভাইরাল ভিডিওতে থাকা প্রসূন! সন্দীপের শ্যালিকার বাড়িতেও ইডির হানা
প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে সিবিআই গ্রেফতার করা হলেও, তা দুর্নীতির মামলায়। এই পরিস্থিতিতে এখন আন্দোলনকারীদের দাবি, “পুজো হবে নিয়ম মেনে, উৎসব হবে বিচার পেলে”। সোশ্যাল মিডিয়াতেও এখন এ হেন প্রচার চোখে পড়ছে। তাই ৮ থেকে ৮০ সকল বয়সের মানুষই এখন শারদ উৎসবের আনন্দকে সরিয়ে রেখে চাইছেন নির্যাতিতা তরুণীর খুনের বিচার। ‘রাত দখল’-এ অংশ নেওয়া মহিলারা জানাচ্ছেন, যেখানে ‘জ্যান্ত দুর্গা’র এমন করুণ পরিণতি হয়, সেখানে মা-ও এসে সুরক্ষিত নয়। তাই যতদিন না বিচার হচ্ছে ততদিন আনন্দকে সরিয়ে রেখে, নারীদের অধিকার রক্ষার এই আন্দোলন চালিয়ে যাবেন প্রতিবাদীরা।