কলেজের পক্ষ থেকে জানা গিয়েছে, শুক্রবার রাতে ৭টা ৫৮ মিনিটে রাতের খাবার খেতে বন্ধুর সঙ্গে কলেজ ক্যাম্পাস থেকে বেরিয়ে জঙ্গলে যান ওই ছাত্রী। এর মধ্যে একজন রাতে ৮টা ৪২ নাগাদ ফিরে আসেন। নির্যাতিতা রাত ৮টা ৪৮ নাগাদ ফের ক্যাম্পাসের বাইরে যান। পরে বন্ধুর সঙ্গে ওই নির্যাতিতা ফিরে আসেন রাত ৯টা ২৯ নাগাদ।
advertisement
কলেজ কর্তৃপক্ষের দাবি, তারপরে তারা জানতে পারেন যখন নির্যাতিতা ক্যাম্পাসের বাইরে ছিলেন তখন ধর্ষণের শিকার হন। তারপরে নির্যাতিতার চিকিৎসার ব্যবস্থা করে হাসপাতাল কর্তৃপক্ষ। তবে এই ঘটনায় মেডিক্যাল কলেজ জানিয়েছে, তারা নির্যাতিতা ছাত্রীর সব রকম শারীরিক এবং মানসিক চিকিৎসার ব্যবস্থা করবে। পাশাপাশি তদন্তে সব রকম সহায়তা করবে এবং গণধর্ষণের ঘটনায় স্বচ্ছভাবে সব রকম তথ্য দিয়ে সাহায্য করবে।
নির্যাতিতার দাবি তাঁকে জঙ্গলে টেনে হিঁচড়ে নিয়ে গিয়ে ধর্ষণ করা হয়েছে। পুলিশ ইতিমধ্যেই তদন্তে নেমেছে, ঘটনাস্থলে গিয়ে নমুনাও সংগ্রহ করা হয়েছে বলে দাবি।