উদ্বাস্তুদের উন্নয়নের স্বার্থে ১৯৫০ সালে ওই প্রাথমিক স্কুল তৈরি করা হয়েছিল। প্রথমদিকে স্কুলটির ভালো রমরমা ছিল। তারপর পড়ুয়ার সংখ্যা কমতে শুরু করে। গত ৩০-৩২ বছর আগে স্কুলটি বন্ধ হয়ে যায়। স্কুল দফতরকে বার বার সংস্কার করার কথা বলা হলেও সে কাজ হয়নি। সেই স্কুল বিল্ডিং ভেঙে দিয়ে ক্লাবের সদস্যরা স্কুলের ইট অন্যান্য সামগ্রী সরিয়ে ফেলছে বলে অভিযোগ ওঠে।
advertisement
আরও পড়ুন : তৃণমূলের নজরে দুই মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলার ৫টি লোকসভা আসন
জেলা প্রাথমিক স্কুল সংসদের চেয়ারম্যান তথা মেমারির বিধায়ক মধুসূদন ভট্টাচার্য বলেন, " এ ব্যাপারে সচিব-সহ অন্যান্য আধিকারিকদের সঙ্গে বৈঠক হয়েছে। ওই জায়গায় যাতে বেদখল না হয়ে যায় তার জন্য পুরসভা ও বর্ধমান থানাকে চিঠি দেওয়া হয়েছে।জেলাশাসকের কাছেও বিস্তারিত রিপোর্ট পাঠানো হচ্ছে।"
আরও পড়ুন : শুভেন্দুর বাড়ির কাছেই আজ অভিষেকের সভা, কাঁথিতে নিরাপত্তা তুঙ্গে
প্রাথমিক স্কুল সংসদ সূত্রে জানা গিয়েছে, এ ব্যাপারে স্কুল পরিদর্শকের তদন্ত রিপোর্ট জমা পড়েছে। সেই রিপোর্টে বলা হয়েছে স্কুল ভবনটি কিছু ব্যক্তি ভেঙে দিয়েছেন। ওই স্কুল ভবনের জায়গা দখল করার উদ্দেশে বিল্ডিং ভাঙা হয়েছে বলে সেই রিপোর্টে দাবি করা হয়েছে। প্রাথমিক স্কুল সংসদের সচিব বলেন, " ওই স্কুল ভবন বন্ধ হয়ে পড়ে ছিল। জায়গা সংক্রান্ত সব তথ্য আমাদের কাছে নেই। সেই কারণে থানায় সরাসরি এফআইআর করতে পারা যাচ্ছে না। আপাতত থানাকে জানিয়ে রাখা হল। জায়গা সংক্রান্ত কাগজ হাতে আসার পর এফআইআর করা হবে।"