TRENDING:

Durga Puja 2023: লক্ষ্য সঠিক নিয়ম ও নির্ভুল মন্ত্র উচ্চারণ, দুর্গাপুজোর আগে পুরোহিতদের কর্মশালা

Last Updated:

Durga Puja 2023: সঠিক নিয়মে, নির্ভুল মন্ত্র উচ্চারণ করতে দুর্গা পুজোর আগে বিশেষ কর্মশালা পুরোহিতদের। বসিরহাট জুড়ে ছোটো বড় পুজো মিলিয়ে প্রায় পাঁচ হাজার দুর্গাপুজো হয়। সেখানে অনেক সময় দেখা যায় সেই সংস্কৃত মন্ত্র ভুল উচ্চারিত হয়। যা নিয়ে অনেকের মনেই প্রশ্ন তোলেন। সেই ভুল শোধরাতেই এই কর্মশালা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বসিরহাট: সঠিক নিয়মে ও নির্ভুল মন্ত্র উচ্চারণ করতে দুর্গা পুজোর আগে বিশেষ কর্মশালা পুরোহিতদের। বসিরহাট জুড়ে ছোটো বড় পুজো মিলিয়ে প্রায় পাঁচ হাজার দুর্গাপুজো হয়। পুজোর সময় পুরোহিতরা যখন মঙ্গল কামনায় পূজা মন্ডপে মন্ত্র উচ্চারণ করেন। সেখানে অনেক সময় দেখা যায় সেই সংস্কৃত মন্ত্র ভুল উচ্চারিত হয়। যা নিয়ে অনেকের মনেই প্রশ্ন তোলেন। সেই ভুল শোধরাতেই এই কর্মশালা।
দুর্গাপুজোর আগে পুরোহিতদের কর্মশালা
দুর্গাপুজোর আগে পুরোহিতদের কর্মশালা
advertisement

এই কর্মশালায় হিন্দু শাস্ত্র মতে পুজো-অর্চনার সঙ্গে পুরহিতদের পাঠ শেখাচ্ছেন বিশিষ্ট পণ্ডিতরা। পুরোহিত অভিক ভট্টাচার্য্য ও সুরজিত চক্রবর্তীরা বলেন, “হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন জাতির পুরোহিতদের নিয়ে এই বিশেষ কর্মশালা। বসিরহাটে এবার পুজো শুধু ব্রাহ্মণ সমাজ করবে না। এবার সমগ্র হিন্দু জাতি অর্থাৎ ক্ষত্রিয়, ব্রাম্ভণ শূদ্ররাও এবার পুজোর মন্ত্র পাঠ করবেন। তার জন্য আমাদের এই বিশেষ কর্মশালার ব্যবস্থা করা হয়েছে।”

advertisement

একদিকে সংস্কৃতি মন্ত্র পাঠে যাতে ভুল না হয় তার সব রকম আগাম প্রস্তুতি নিয়ে তাদেরকে পূজার পাঠ দেওয়া হচ্ছে। অন্যদিকে সবাই যাতে নির্ভুল ভাবে পূজা-অর্চনা করতে পারে, তাই তাদেরকে হাতে কলমে সবরকম ভাবে প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে।

এই কর্মকাণ্ডের বিশেষ উদ্যোগের ছবি ধরা পড়লো বসিরহাটের প্রান্তিক ক্লাবের খুঁটি পুজোয়। উদ‍্যোক্তা সুরজিৎ মিত্র বলেন, “আগামী দিন প্রতিটি মন্দিরে যাতে সংস্কৃত পণ্ডিতরা তথা ট্রেনিং প্রাপ্ত পুরোহিতরা নির্ভুলভাবে পূজা করতে পারে তার জন্য আমাদের এই উদ্যোগ।”

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

জুলফিকার মোল্যা

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Durga Puja 2023: লক্ষ্য সঠিক নিয়ম ও নির্ভুল মন্ত্র উচ্চারণ, দুর্গাপুজোর আগে পুরোহিতদের কর্মশালা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল