এই কর্মশালায় হিন্দু শাস্ত্র মতে পুজো-অর্চনার সঙ্গে পুরহিতদের পাঠ শেখাচ্ছেন বিশিষ্ট পণ্ডিতরা। পুরোহিত অভিক ভট্টাচার্য্য ও সুরজিত চক্রবর্তীরা বলেন, “হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন জাতির পুরোহিতদের নিয়ে এই বিশেষ কর্মশালা। বসিরহাটে এবার পুজো শুধু ব্রাহ্মণ সমাজ করবে না। এবার সমগ্র হিন্দু জাতি অর্থাৎ ক্ষত্রিয়, ব্রাম্ভণ শূদ্ররাও এবার পুজোর মন্ত্র পাঠ করবেন। তার জন্য আমাদের এই বিশেষ কর্মশালার ব্যবস্থা করা হয়েছে।”
advertisement
একদিকে সংস্কৃতি মন্ত্র পাঠে যাতে ভুল না হয় তার সব রকম আগাম প্রস্তুতি নিয়ে তাদেরকে পূজার পাঠ দেওয়া হচ্ছে। অন্যদিকে সবাই যাতে নির্ভুল ভাবে পূজা-অর্চনা করতে পারে, তাই তাদেরকে হাতে কলমে সবরকম ভাবে প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে।
এই কর্মকাণ্ডের বিশেষ উদ্যোগের ছবি ধরা পড়লো বসিরহাটের প্রান্তিক ক্লাবের খুঁটি পুজোয়। উদ্যোক্তা সুরজিৎ মিত্র বলেন, “আগামী দিন প্রতিটি মন্দিরে যাতে সংস্কৃত পণ্ডিতরা তথা ট্রেনিং প্রাপ্ত পুরোহিতরা নির্ভুলভাবে পূজা করতে পারে তার জন্য আমাদের এই উদ্যোগ।”
জুলফিকার মোল্যা