সোমবার ঝাড়খণ্ডের পটমদায় একটি অনুষ্ঠানে নাচের অনুষ্ঠান করতে গিয়ে হঠাতই অসুস্থ হয়ে পড়ে সোমা ৷ প্রথমে তাকে বরাবাজার স্বাস্থ্য কেন্দ্র পরে পুরুলিয়া দেবেন মাহাত সদর হাসপাতালে ভর্তি করা হয় ৷ এদিন ভোরে তার মৃত্যু হয় ৷
জানা গিয়েছে, সোমা মাহাত পাঁচ মাসের গর্ভবতী ছিলেন ৷ সেই গর্ভপাতের জন্য স্থানীয় এক হাতুড়ে ডাক্তার শিকড় বাকড় খাইয়ে তার গর্ভপাত করার চেষ্টা করে বলে অভিযোগ ৷ তবে শেষ রক্ষা হল না ৷ শেষমেষ নাচনীর মর্মান্তিক মৃত্যু হল ৷
advertisement
ছ’বছর আগে বর্ধমানের আয়ুস গ্রামের সোমা মন্ডল পুরুলিয়ার বরাবাজার এর সঞ্জয় মাহাতোর সাথে প্রেমের সম্পর্কে এখানে চলে আসে ৷ পরে সোমাকে নাচে তালিম দিয়ে নাচনী বানানো হয় ৷ এই ঘটনায় শোকের ছায়া জেলার নাচনি মহলে ৷ ঘটনার তদন্তের দাবিতে সরব নাচনীদের সংগঠন ৷ হাসপাতাল সূত্রের খবর, ম্যাজিস্ট্রেট পর্যায়ের ময়নাতদন্ত হবে ৷ গ্রাম বাংলার স্বাস্থ্য পরিষেবার অনেকটাই যে এখনও হাতুড়েদের হাতে নিয়ন্ত্রিত ৷ সোমার মৃত্যু আর একবার সেটাই প্রকাশ্যে নিয়ে এল ৷
