২০১২ সালে হাওড়া সিটি পুলিশের তৎকালীন কমিশনার অজয় মুকুন্দ রানাডে প্রিপেড ট্যাক্সি বুথ চালু করার জন্য রেলকে চিঠি দিয়েছিলেন। ২০১৩ সালে রাজ্য সরকারের পরিবহন দফতরের ছাড়পত্র পাওয়া গেলও রেলের ঢিলেমিতে প্রায় তিনবছর আটকে ছিল এই প্রকল্প। চলতি বছরেই রেলের অনুমতি পাওয়ার পরেই পরীক্ষামূলক ভাবে দেখা হল নতুন ট্যাক্সি বুথ। নতুন বছরের জানুয়ারি মাসেই প্রিপেড ট্যাক্সি বুথ চালু হওয়ার কথা। ওয়েস্টবেঙ্গল প্রোগ্রেসিভ ট্যাক্সি ইউনিয়নের পক্ষ থেকে এই উদ্যোগকে সাধুবাদ জানানো হয়েছে।
advertisement
এই বুথ তৈরি হলে বাইরে থাকা ভাড়ার গাড়ির জুলুম কমবে।বাইরে থাকা ট্যাক্সির যাত্রী ফেরানোর ঘটনাও তকমে যাবে বলে আশা স্থানীয় বাসিন্দাদের।
আগামী দিনে হাওড়া স্টেশনের পাশাপাশি সাঁতরাগাছি স্টেশনকে দ্বিতীয় গুরুত্বপূর্ণ রেলওয়ে টার্মিনাস হিসেবে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। প্রচুর দূরপাল্লার ট্রেন ছাড়ার কথা সাঁতরাগাছি স্টেশন থেকে। এছাড়াও আগামিদিনে সাঁতরাগাছি পর্যন্ত মেট্রোরেলের সম্প্রসারণের কথাও চলছে। ফলে এই ট্যাক্সি প্রিপেড বুথ যে একসময় গুরুত্বপূর্ণ হয়ে উঠবে, তা বলার অপেক্ষা রাখে না।