TRENDING:

Prasun Banerjee criticizes Aroop Biswas: 'ক্রীড়ামন্ত্রীকে দেখতেই পাই না!' মদনের ভূয়সী প্রশংসা, নাম না করে অরূপের সমালোচনায় প্রসূন

Last Updated:

দুই প্রাক্তন ফুটবলার তাঁর প্রশংসায় পঞ্চমুখ হলেও এ বিষয়ে নিজে কিছু বলতে রাজি হননি মদন মিত্র

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: সাংসদ হওয়ার পর ক্রীড়া দফতরের কাজ দেখে তিনি অভিভূত হয়ে গিয়েছিলেন৷ কিন্তু বর্তমান ক্রীড়ামন্ত্রীকে দেখাই যায় না৷ প্রাক্তন ক্রীড়ামন্ত্রী মদন মিত্রের সামনেই এভাবে ক্রীড়া দফতরের কাজ নিয়ে আফশোস করতে শোনা গেল হাওড়ার সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়কে৷ নাম না করে বর্তমান ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসেরই সমালোচনা শোনা গেল প্রাক্তন ফুটবলারের মুখে৷ দলের সাংসদের এই বক্তব্য রীতিমতো অস্বস্তিতে রাজ্যের শাসক দল৷
মদন মিত্রের ভূয়সী প্রশংসায় প্রসূন বন্দ্যোপাধ্যায়৷
মদন মিত্রের ভূয়সী প্রশংসায় প্রসূন বন্দ্যোপাধ্যায়৷
advertisement

শনিবার হাওড়ায় বস্ত্র দান উপলক্ষে একটি অনুষ্ঠানে একই মঞ্চে হাজির ছিলেন সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায় এবং কামারহাটির বিধায়ক মদন মিত্র৷ সেই অনুষ্ঠানেই মদনের প্রশংসায় পঞ্চমুখ হন প্রসূন৷ শুধু মানুষ হিসেবে নয়, ক্রীড়ামন্ত্রী থাকাকালীনও মদনের কাজের ভূয়সী প্রশংসা শোনা যায় তৃণমূল সাংসদের মুখে৷ আর এই প্রসঙ্গেই বর্তমান ক্রীড়ামন্ত্রী ও ক্রীড়া দফতর নিয়ে সমালোচনার সুর শোনা যায় প্রাক্তন ফুটবলারের গলায়৷

advertisement

আরও পড়ুন: 'আশা'য় আশা রাখছে বঙ্গ বিজেপি, প্রথম বঙ্গ সফরেই মাস্টারস্ট্রোক দিতে চান নতুন নেত্রী

মদনের পাশে দাঁড়িয়েই প্রসূন বলেন, 'যেটা যার ভালো আমি বলব৷ কারও পায়ে ধরে আসিনি৷ আমাকে দিদি নিয়ে এসেছে৷ আপনাদের জন্য কাজ করছি৷ এই মানুষটার জন্য বলা দরকার৷ কী ভাল মানুষ, জানেন না৷ ওঁর মন অনেক বড়৷ রাস্তায় কেউ পড়ে থাকলে কোলে করে খাওয়ায়৷ কত খেলোয়াড়দের সাহায্য করে৷ একশোজনকে টাকা দেয়৷ আমরা ক্রীড়া দফতর প্রথম থেকে দেখে এত অভিভূত৷ কিন্তু এখন ক্রীড়া দফতর যেন হারিয়ে গেছে৷ ক্রীড়ামন্ত্রীকে দেখতেও পাইনা৷ একজন সাংসদ, অর্জুন পুরস্কার প্রাপ্ত, একটা টিকিট পাইনি৷'

advertisement

একা প্রসূন নন, অনুষ্ঠানে উপস্থিত আর এক প্রাক্তন ফুটবলার গৌতম সরকারও মদনের প্রশংসা করে বলেন, 'রাজ্য সরকারি উদ্যোগে প্রথম ফুটবল অ্যাকাডেমি ওর উদ্যোগেই হয়েছিল৷ এ রকম মানুষকে সরিয়ে রাখলে হবে না৷ ওঁর জয়গান করতে আসিনি৷ কিন্তু সত্যিটা সত্যি বলতে হবে৷ কাউকে ভয় পেলে চলবে না৷ শিরদাঁড়া সোজা রাখতে হবে৷ গরিব মানুষের জন্য রাজনীতি করে৷ বড়লোকদের জন্য নয়৷ মদন মিত্র আলাদা চরিত্র৷'

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

দুই প্রাক্তন ফুটবলার তাঁর প্রশংসায় পঞ্চমুখ হলেও এ বিষয়ে নিজে কিছু বলতে রাজি হননি মদন মিত্র৷ ২০১১ সালে তৃণমূল কংগ্রেস প্রথমবার ক্ষমতায়ল আসার পর মদন মিত্র হয়েছিলেন ক্রীড়ামন্ত্রী৷ যদিও পরবর্তী সময়ে সারদা কাণ্ডে গ্রেফতার হয়ে মন্ত্রিত্ব হাতছাড়া হয় মদনের৷ পরবর্তী সময়ে ফের একবার কামারহাটি থেকে বিধায়ক নির্বাচিত হলেও মন্ত্রিত্ব ফিরে পাননি মদন৷

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Prasun Banerjee criticizes Aroop Biswas: 'ক্রীড়ামন্ত্রীকে দেখতেই পাই না!' মদনের ভূয়সী প্রশংসা, নাম না করে অরূপের সমালোচনায় প্রসূন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল