TRENDING:

“এতো একেবারে জীবন্ত, আমার হাইট পেলে কোথায়?" নিজের মোমের মূর্তি দেখে বলেছিলেন প্রণববাবু

Last Updated:

একই রকম দেখতে দুজন। অবাক চোখে দেখেছিলেন প্রণববাবু। সেই মুখ, চোখ চুল, গায়ের রং, পোশাক জুতো সব কিছুই এক!

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#আসানসোল: “এতো একেবারে জীবন্ত। দেখলে মনে হবে আয়নার সামনে দাঁড়িয়ে আছি। আমার হাইট পেলে কোথায়” ? নিজের মোমের মূর্তি দেখে প্রথম এই মন্তব্যই করেছিলেন  তৎকালীন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। রাইসিনা হিলসে গিয়ে প্রণব বাবুর মূর্তি দিয়ে এসেছিলেন আসানসোলের মোম ভাস্কর্য্য শিল্পী সুশান্ত রায়।
advertisement

২০১৩ সালে শিল্পী সুশান্ত রায় তৎকালীন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের মোমের মূর্তি তৈরি করে রাইসিনা হিলে পৌঁছে দিয়েছিলেন। একই রকম দেখতে দুজন। অবাক চোখে দেখেছিলেন প্রণববাবু। সেই মুখ, চোখ চুল, গায়ের রং, পোশাক জুতো সব কিছুই এক! দুই প্রণব পাশাপাশি দাঁড়িয়ে, ক্যামেরা বন্দী সেই দৃশ্যটি রাখা রয়েছে মোম ভাস্কর শিল্পী সুশান্ত রায়ের আসানসোলের মহিশীলা কলোনীর গ্যালারিতে।

advertisement

শিল্পীর দাবি, দেশের প্রথম বাঙালি রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। নিজের থেকেই প্রণব বাবুর মোমের মূর্তি তৈরি শুরু করি। ইন্টারনেট ঘেঁটে, বিভিন্ন পত্রপত্রিকায় প্রকাশিত ছবি দেখে শুরু হয় কাজ। দেড় মাসের মধ্যে হুবহু এক মাপের মূর্তিটি তৈরি করে ফেলি। তার আগে আমি অমিতাভ বচ্চন, সৌরভ গঙ্গোপাধ্যায়, রোনাল্ডো, কপিল দেব, শচীন তেণ্ডুলকার, জ্যোতি বসুর মূর্তি তৈরি করে ফেলেছি। তিনি বলেন ২০১৩ সালের পর, কলকাতায় যখন মাদার ওয়াক্স মিউজিয়াম তৈরি হয় তখন প্রথম যে ১৯ টি মূর্তির বরাত পেয়েছিলাম তার মধ্যে প্রণব মুখোপাধ্যায়েরও মূর্তিটি তৈরির অর্ডার ছিল।

advertisement

অর্থাৎ শিল্পীর দুবার প্রণব বাবুর মূর্তি তৈরি করা সৌভাগ্য হয়েছে। সুশান্ত রায় বলেন, প্রণববাবু আমাকে ডেকে পাঠান। প্রচুর উপহার তুলে দেন। আমাকে অনেক উৎসাহ দেন তিনি।

সেরা ভিডিও

আরও দেখুন
ইউটিউব দেখেই কামাল করছে এই কিশোর, দেখলে আপনিও চোখ সরাতে পারবেন না
আরও দেখুন

Dipak Sharma

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
“এতো একেবারে জীবন্ত, আমার হাইট পেলে কোথায়?" নিজের মোমের মূর্তি দেখে বলেছিলেন প্রণববাবু
Open in App
হোম
খবর
ফটো
লোকাল