TRENDING:

Pralay Pal Suvendu Adhikari: রণে ভঙ্গ দিলেন প্রলয় পাল, রইলেন বিজেপিতেই! শুভেন্দু-সেনাপতিকে ঘিরে জল্পনার অবসান

Last Updated:

Pralay Pal Suvendu Adhikari: একুশের বিধানসভা নির্বাচনের আগে যে নাম রাজ্যজুড়ে তোলপাড় ফেলে দিয়েছিল, সেই প্রলয় পালকে নিয়ে দুদিন আগেই জল্পনা শুরু হয়৷ শুভেন্দু অধিকারী ঘনিষ্ঠ সেই নেতার সোশ্যাল মিডিয়া পোস্ট নিয়েই শুক্রবার নতুন করে জল্পনা শুরু হয়৷ কী এমন ঘটল?

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নন্দীগ্রাম: প্রলয়ের রণে ভঙ্গ! দল বা রাজনীতি কোনটাই ছাড়ছেন না নন্দীগ্রামের বিজেপি নেতা প্রলয় পাল! নন্দীগ্রামে বিধায়ক কার্যালয়ে বসে সাংবাদিক বৈঠক করে একথা জানিয়ে দিয়েছেন তিনি। তিনি বলেন, “কর্মীদের ভালবাসা আবেগ উচ্ছ্বাস দেখে আমি দল বা রাজনীতি ছাড়ছি না। এবং দলেই থাকছি”। ফেসবুক পোস্ট রাতেই ডিলিট করে দেবেন বলেও জানালেন তিনি।
শুভেন্দুর-প্রলয়
শুভেন্দুর-প্রলয়
advertisement

একুশের বিধানসভা নির্বাচনের আগে যে নাম রাজ্যজুড়ে তোলপাড় ফেলে দিয়েছিল, সেই প্রলয় পালকে নিয়ে দুদিন আগেই জল্পনা শুরু হয়৷ শুভেন্দু অধিকারী ঘনিষ্ঠ সেই নেতার সোশ্যাল মিডিয়া পোস্ট নিয়েই শুক্রবার নতুন করে জল্পনা শুরু হয়৷ কী এমন ঘটল? যার জন্য একেবারে রাজনীতি ‘ছাড়ার’ কথা নিয়ে লিখলেন বিজেপি নেতা৷

advertisement

আরও পড়ুন: এটি কী প্রাণী বলতে পারবেন? থ বিজ্ঞানীরাও, আসল সত্য বেরিয়ে আসতেই আকাশ থেকে পড়ল সকলে

শুক্রবার প্রলয় পালের যে পোস্ট বঙ্গ রাজনীতিতে রীতিমতো শোরগোল ফেলে দিয়েছে, তা হল, ‘ভাল থেকো রাজনীতি৷ আর নয়৷ দাও বিদায়৷’ তারপরেই গুঞ্জন, তাহলে কি প্রলয় পাল বিজেপি ছাড়ছেন? নাকি একেবারেই বিদায় নিচ্ছেন রাজনীতি থেকে? সেই জল্পনার রবিবারই অবসান ঘটালেন প্রলয় নিজেই। বিজেপি ছাড়ছেন না, জানানোর পাশাপাশি নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর সভাতেও উপস্থিত থাকলেন তিনি।

advertisement

আরও পড়ুন: পদ্মার ইলিশ ভুলে যাবেন, সবচেয়ে সুস্বাদু ইলিশ কোথায় মেলে জানেন? জানলে চমকে উঠবেন

সেরা ভিডিও

আরও দেখুন
প্রয়োজন পড়বে না পুকুর বা জলাশয়ের দুরন্ত পদ্ধতিতেই মাছের ব্যবসা করলেই আয় হবে লক্ষাধিক
আরও দেখুন

নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর সেনাপতি প্রলয় পাল। নন্দীগ্রাম ব্লক ২-র বিজেপি সভাপতি। অতি দুর্দিনেও শুভেন্দু অধিকারীর পাশে বিশ্বস্ত সঙ্গীর ভূমিকা পালন করতে দেখা গিয়েছিল তাঁকে৷ কিন্তু, শুক্রবারের হঠাৎ পোস্টে রাজনীতির অন্দরে কানাঘুষো জল্পনা শুরু হয়, খুব শীঘ্রই পদত্যাগ পত্র জমা দিতে চলেছেন প্রলয়৷ কিন্তু রবিবারই সেই জল্পনা শেষ করে দিলেন প্রলয় স্বয়ং। এরপরই শুভেন্দু অধিকারী প্রলয়কে নিয়ে বলেন, ”উনি (প্রলয় পাল) খুব ইমোশনাল, তিনি কুইক পোস্ট করে দিয়েছেন, তবে সেটা পার্টি বিরুদ্ধ নয়। তাছাড়া রাজনীতি ছাড়া মানে বিজেপিকে ছাড়া নয়, মোদিজিকে ছাড়া নয়। গেল গেল রব তুললেও এ মাটি বড় শক্ত মাটি।”

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Pralay Pal Suvendu Adhikari: রণে ভঙ্গ দিলেন প্রলয় পাল, রইলেন বিজেপিতেই! শুভেন্দু-সেনাপতিকে ঘিরে জল্পনার অবসান
Open in App
হোম
খবর
ফটো
লোকাল