ক্রমাগত বিদ্যুৎ দফতরের আধিকারিকদের কাজের তদারকির খবর নিতে থাকেন, এবং বিদ্যুৎ সংযোগের কাজ সম্পন্ন হওয়ার সঙ্গে সঙ্গেই সেই ছবিও তাকে পাঠানোর নির্দেশ দেন মাননীয় মন্ত্রী। ৩ ঘণ্টার মধ্যেই নবদ্বীপ পৌরসভার চার নম্বর ওয়ার্ডের বাসিন্দা ওই শিশু কন্যা প্রিয়াঙ্কা ঘোষের বাড়িতে জ্বলে ওঠে বিদ্যুতের আলো। বসানো হয় বৈদ্যুতিন মিটার। মাননীয় মন্ত্রীর দৌলতে রবিবার রাত থেকে আর পথের আলোয় বসে পড়াশোনা করতে হবে না প্রিয়াঙ্কাকে।
advertisement
বিদ্যুৎ সংযোগ সম্পন্ন হওয়ার পর মাননীয় বিদ্যুৎ মন্ত্রী শ্রী অরূপ বিশ্বাস জানান, মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী অর্থনৈতিকভাবে দুর্বল কোনও মানুষের বাড়িতে যেন অন্ধকার না থাকে তার জন্য বিদ্যুৎ দফতরর সদা সচেষ্ট। মাননীয় মন্ত্রী শ্রী অরূপ বিশ্বাস সবাইকে অনুরোধ করেছেন, এরকম ঘটনার খবর যদি কারও কাছে থাকে তাহলে তা অবিলম্বে তাঁকে জানানো হোক।