TRENDING:

Electricity in Nabadwip: নবদ্বীপে ছোট্ট প্রিয়াঙ্কার বাড়িতে বিদ্যুৎ পৌঁছে দিলেন মানবিক বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাস

Last Updated:

Electricity in Nabadwip: মাননীয় মন্ত্রী শ্রী অরূপ বিশ্বাস সবাইকে অনুরোধ করেছেন, এরকম ঘটনার খবর যদি কারও কাছে থাকে তাহলে তা অবিলম্বে তাঁকে জানানো হোক।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নবদ্বীপ: নবদ্বীপ শহরে হতদরিদ্র একটি পরিবারের বাড়িতে নেই বিদ্যুতের আলো। অগত্যা পড়াশোনার জন্য রাস্তার আলোকেই বেছে নিয়েছিল নবদ্বীপের ছোট্ট মেয়েটি। ১০ বছরের প্রিয়াঙ্কা তার মূক ও বধির মাকে সঙ্গে নিয়ে পথের ধারে রাস্তার আলোতেই খাতা কলম নিয়ে করত পড়াশোনা। চৈতন্যভূমি নবদ্বীপের ব্যস্ততম এলাকা হীরালাল পাল রোডের এই ঘটনাটি রবিবার সকালে সংবাদমাধ্যমের মাধ্যমে জানার পর তিন ঘণ্টার মধ্যে এই পরিবারটির বাড়িতে বিদ্যুৎ পৌঁছানোর নির্দেশ দেন মাননীয় বিদ্যুৎমন্ত্রী শ্রী অরূপ বিশ্বাস।
নবদ্বীপে প্রিয়াঙ্কার বাড়িতে বিদ্যুৎ পৌঁছে দিলেন মানবিক বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাস
নবদ্বীপে প্রিয়াঙ্কার বাড়িতে বিদ্যুৎ পৌঁছে দিলেন মানবিক বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাস
advertisement

আরও পড়ুন: বুধবার থেকে আবহাওয়ার ভোলবদল! ৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টির দাপট চলছে একটানা! কোন কোন জেলায় তাণ্ডব

ক্রমাগত বিদ্যুৎ দফতরের আধিকারিকদের কাজের তদারকির খবর নিতে থাকেন, এবং বিদ্যুৎ সংযোগের কাজ সম্পন্ন হওয়ার সঙ্গে সঙ্গেই সেই ছবিও তাকে পাঠানোর নির্দেশ দেন মাননীয় মন্ত্রী। ৩ ঘণ্টার মধ্যেই নবদ্বীপ পৌরসভার চার নম্বর ওয়ার্ডের বাসিন্দা ওই শিশু কন্যা প্রিয়াঙ্কা ঘোষের বাড়িতে জ্বলে ওঠে বিদ্যুতের আলো। বসানো হয় বৈদ্যুতিন মিটার। মাননীয় মন্ত্রীর দৌলতে রবিবার রাত থেকে আর পথের আলোয় বসে পড়াশোনা করতে হবে না প্রিয়াঙ্কাকে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

বিদ্যুৎ সংযোগ সম্পন্ন হওয়ার পর মাননীয় বিদ্যুৎ মন্ত্রী শ্রী অরূপ বিশ্বাস জানান, মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী অর্থনৈতিকভাবে  দুর্বল কোনও মানুষের বাড়িতে যেন অন্ধকার না থাকে তার জন্য বিদ্যুৎ দফতরর সদা সচেষ্ট। মাননীয় মন্ত্রী শ্রী অরূপ বিশ্বাস সবাইকে অনুরোধ করেছেন, এরকম ঘটনার খবর যদি কারও কাছে থাকে তাহলে তা অবিলম্বে তাঁকে জানানো হোক।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Electricity in Nabadwip: নবদ্বীপে ছোট্ট প্রিয়াঙ্কার বাড়িতে বিদ্যুৎ পৌঁছে দিলেন মানবিক বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাস
Open in App
হোম
খবর
ফটো
লোকাল