মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আশা-আশ্বাস ও চাষীদের সমস্ত প্রচেষ্টাকে সঙ্গে করে সিঙ্গুরের প্রকল্প এলাকায় ৯ বিঘা জমিতে সফল ভাবে হল আলু চাষ ৷ স্থানীয় কৃষকদের দাবী, রাজ্যের সিপিএম তথা অন্যান্য বিরোধী দল প্রকল্প এলাকায় চাষ করা সম্ভব নয় বলে যে অপপ্রচার করেছিল, আর সেই অপ্রচারের চ্যালেঞ্জ এর জবাব দিয়েছে সিঙ্গুরের কৃষকরা। আগামী বছরে এই প্রকল্প এলাকার জমিতে আরো বেশি উৎপাদন করা হবে বলে আশা চাষীদের।
advertisement
গত বছরের মাঝামাঝি সুপ্রিম কোর্টে জয়ের পরই চাষীদের জমি আগের অবস্থায় ফিরিয়ে হস্তান্তরের প্রক্রিয়া শুরু করে দিয়েছিল রাজ্য সরকার ৷ তিন মাস শেষ হওয়ার আগে জমি হস্তান্তর সম্পূর্ণ করার পর সিঙ্গুরের মানুষদের এই জয়কে উদযাপন করার জন্য বড়সড় উৎসবের ব্যবস্থা করা হয় ৷
সেখানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ও শাসকদলের সমস্ত নেতা-মন্ত্রী সহ সিঙ্গুর আন্দোলনের যোগদানকারী বুদ্ধিজীবীরাও ৷ ওইদিনই সিঙ্গুরের জমিতে বীজ ছড়িয়ে পুনরায় চাষের সূচনা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ এক দশকেরও বেশি সময় অপেক্ষার পর ফের সবুজের হিল্লোল সিঙ্গুরের বিখ্যাত জমিতে ৷