TRENDING:

বিলাশবহুল বাড়ি সহ সম্পত্তির হিসাবে দিয়ে দুর্নীতির অভিযোগে তৃণমূল নেতাদের নামে পোস্টার! চাঞ্চল্য

Last Updated:

যদিও তৃণমূলের জেলা সহসভাপতি মলয় মুখোপাধ্যায়ের দাবি ঘোলা জলে মাছ ধরতে চাইছে কেউ কেউ ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#বীরভূম: বীরভূমের দুবরাজপুরের যশপুর গ্রামে পোষ্টারকে ঘিরে চাঞ্চল্য । তৃণমূলের যশপুর অঞ্চল সভাপতি , দুবরাজপুর পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষের নাম দিয়ে তাদের বিলাশ বহুল বাড়ি সহ সম্পত্তির হিসাবে দিয়ে দুর্নীতির অভিযোগ করা হয়েছে ওই পোষ্টারে। একই সঙ্গে নানা মজার স্লোগানও ব্যবহার করা হয়েছে । পোষ্টারের ভাষার ব্যবহার দেখে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বর বহিপ্রকাশ বলে মনে করছে রাজনৈতিক মহল। যদিও তৃণমূলের জেলা সহসভাপতি মলয় মুখোপাধ্যায়ের দাবি ঘোলা জলে মাছ ধরতে চাইছে কেউ কেউ ।
advertisement

আরও পড়ুন এবার জেলেই অনুব্রত মণ্ডলকে জেরা করতে চায় CBI, সোমবার পৌঁছনোর সম্ভাবনা

এদিকে যশপুরের পাশাপাশি  কান্তোর , পছিয়ারা সহ একাধিক গ্রামে ওই পোষ্টার দেখা যায়। জানাজানি হওয়ার পরই পোষ্টারগুলি ছিঁড়ে ফেলা হয়েছে । পোষ্টারে নাম থাকা পরিমল সৌ অবশ্য তার বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন । তিনি বলেন , " এই পোস্টার রাতের অন্ধকারে পড়েছে । কারা পোস্টার লাগিয়েছে আমি শুনেছি, তবে দেখিনি । পরে আবার এই পোস্টার ছিরেও দিয়েছে । এই সম্পর্কে আমি আমার উচ্চ ব্লক নেতৃত্বকে জানিয়েছি৷ তাঁরাই এবার যা সিদ্ধান্ত নেবেন । আমার কিছু করার নেই । "

advertisement

আরও পড়ুন তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে ত্রিপুরায় তৃণমূল ছাত্র পরিষদের যোগদান কর্মসূচি

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

অন্যদিকে দুবরাজপুরের বিজেপি বিধায়ক অনুপ সাহা বলেন, " তৃণমূল নেতাদের নামে যে পোষ্টার পরেছ আমার জানা নেই কারা দিয়েছে ।  তবে এই তৃণমূল কংগ্রেসের নেতারা দায়ী । তারা মানুষকে প্রতারণা করেছে। মানুষ গরিব থেকে গিয়েছে আর নেতারা বড়োলোক হয়েছে ৷" বীরভূম জেলা তৃণমূলের সহ সভাপতি মলয় মুখোপাধ্যায় বলেন, " কে কোথায় পোস্টার দিল না দিল সেটাতো বড়ো কথা নয় । এখন সবাই ঘোলা জলে মাছ ধরতে চাইছে , যাদের এই ধরণের শত্রুতা আছে বা ছিল তারাই এই ধরণের ঘটনা ঘটাচ্ছে । আমরা দলগত ভাবে মোকাবিলা করব এবং ব্লক সভাপতিকে জানানো হয়েছে৷ তিনিও নজর রাখছেন সেরকম কিছু হলে তিনি জেলার সঙ্গে আলোচনা করবেন । "

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
বিলাশবহুল বাড়ি সহ সম্পত্তির হিসাবে দিয়ে দুর্নীতির অভিযোগে তৃণমূল নেতাদের নামে পোস্টার! চাঞ্চল্য
Open in App
হোম
খবর
ফটো
লোকাল