পোস্ট অফিসে টাকা আছে মানে নিরাপদ! এদেশের বহু মানুষই এমনটা বিশ্বাস করেন। কিন্তু সেখান থেকেই গ্রাহকদের লক্ষাধিক টাকা নিয়ে চম্পট দেন সাঁইতল পোস্ট অফিসের পিওন অমল। একথা সামনে আসতেই সোমবার ডাকঘর ঘেরাও করে লাগাতার বিক্ষোভ দেখান গ্রাহকরা, রাতেও তা অব্যাহত ছিল।
আরও পড়ুনঃ রাস্তার ধারে ঘুরছিলেন অসহায়ের মত! মহিলাকে একা পেয়ে যা করল পুলিশ…
advertisement
দিন দু’য়েকের মাথায় ফেরার পিওনকে গ্রেফতার করল ডেবরা থানার পুলিশ। বুধবার দুপুরে তাঁকে পাঠানো হয় মেদিনীপুর আদালতে।
সম্প্রতি সাঁইতল পোস্ট অফিসের পিওন অমলের বিরুদ্ধে গ্রাহকদের টাকা নয়ছয় করার অভিযোগ ওঠে। সেই সূত্রে গত সোমবার সকাল থেকে পোস্টমাস্টার পারমিতা পালকে ঘেরাও করে রাখেন আমানতকারীরা। গ্রাহকদের একাংশের অভিযোগ, পারমিতাকে মাসে বড়জোর দু-একবার দেখা যেত। পিওন অমলই পোস্ট অফিস চালাতেন। সেই সুযোগ কাজে লাগিয়ে গ্রাহকদের টাকা নয়ছয় করেন তিনি। কিছুসময় ফেরার থাকার পর অবশেষে অমলকে গ্রেফতার করল পুলিশ।