আরও পড়ুন: বিজেপির হাত ধরে বাংলায় আগমন 'হোটেল সংস্কৃতি'? রাজনৈতিক মহলে জোর চর্চা
স্থানীয় সূত্রে খবর, বেহাল রাস্তা সংস্কারের দাবিতে মেচেদা-তমলুক রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন গ্রামবাসীরা। অভিযোগ, তমলুকের শহিদ মাতঙ্গিনী ব্লকের বল্লুক এক নম্বর অঞ্চলের পাইকপাড়ি গ্রামের যাতায়াতের গুরুত্বপূর্ণ রাস্তাটি দীর্ঘদিন ধরেই বেহাল অবস্থায় রয়েছে। দীর্ঘদিন ধরে রাস্তা সংস্কারের দাবি জানিয়েও কোনো সুরাহা হয় নি। কয়েকদিনের বৃষ্টিতে রাস্তাটি চলাচলের অযোগ্য হয়ে পড়লেও টনক নড়েনি প্রশাসনের। যার জেরে এলাকার মানুষজন ক্ষুব্ধ হয়েই আজ পথ অবরোধ করে বিক্ষোভ দেখায়। যার জেরে ব্যস্ততম এই রাস্তায় বিশাল যানজটের সৃষ্টি হয়।
advertisement
আরও পড়ুন: রাষ্ট্রপতি পদে কাকে ভোট? দিল্লি পৌঁছেও ধোঁয়াশা বজায় রাখলেন শিশির- দিব্যেন্দু
অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে আসেন মাতঙ্গিনী ব্লকের বিডিও৷ তাঁকে ঘিরে বিক্ষোভ দেখায় এলাকাবাসী। রাস্তা সংস্কারের কাজ শুরু করার প্রতিশ্রুতি দিলেও বিক্ষোভ কমেনি।