TRENDING:

Saigal Hossain: সব চেষ্টা ব্যর্থ, পুলিশি প্রহরায় দিল্লি গেলেন সায়গল! আরও চাপে অনুব্রত

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#দীপক শর্মা, আসানসোল: মরিয়া চেষ্টা করেছিলেন৷ কিন্তু লাভ হল না৷ শেষ পর্যন্ত সুপ্রিম কোর্টের নির্দেশ মতো সায়গল হোসেনকে দিল্লিতে নিয়ে যাওয়ার অনুমতি পেল ইডি৷ সেই মতো আজই অনুব্রত মণ্ডলের প্রাক্তন দেহরক্ষী সায়গল হোসেনকে আজই দিল্লি নিয়ে গেল রাজ্য পুলিশের একটি বিশেষ দল৷ দিল্লিতে ইডি-র হাতে তুলে দেওয়া হবে সায়গলকে৷
সায়গলকে নিয়ে দিল্লির পথে পুলিশ৷
সায়গলকে নিয়ে দিল্লির পথে পুলিশ৷
advertisement

গরু পাচার মামলায় সায়গল হোসেনকে দিল্লি নিয়ে গিয়ে জেরা করতে চেয়েছিল ইডি৷ যদিও প্রথমে নিম্ন আদালত, তার পরে কলকাতা হাইকোর্ট এই মামলায় হস্তক্ষেপ করতে চায়নি৷

আরও পড়ুন: খোঁজ মিলল তিন 'নিখোঁজ'-এর, আন্দোলনের অন্যতম নেতারা বিধাননগর থানায় আটক

এর পরেই দিল্লির রাউজ অ্যাভিনিউ কোর্টে আবেদন জানায় ইডি৷ দিল্লির ওই আদালত সায়গলকে দিল্লি নিয়ে গিয়ে জেরা করার জন্য ইডি-কে অনুমতি দেয়৷ নিম্ন আদালতের রায়কে চ্যালেঞ্জ করে দিল্লি হাইকোর্টে আবেদন করেন সায়গল৷ যদিও নিম্ন আদালতের রায়ই বহাল রাখে দিল্লি হাইকোর্ট৷ শেষ চেষ্টা হিসেবে দিল্লি হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে আবেদন করেন অনুব্রতর প্রাক্তন দেহরক্ষী৷ কিন্তু সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চও সায়গলের আবেদনে সাড়া দেয়নি৷

advertisement

আরও পড়ুন: দুর্গা পুজোয় ১২ দিন, কালী পুজোয় টানা ৯ দিন! ২০২৩-এ রাজ্য সরকারি কর্মীদের আরও লম্বা ছুটি

সুপ্রিম কোর্ট দিল্লি হাইকোর্টের রায় বহাল রাখায় সায়গলকে ইডি-র হাতে তুলে দেওয়া ছাড়া উপায় ছিল না৷ সেই মতো এ দিন বিকেল ৪.১৫ মিনিট নাগাদ সায়গল হোসেনকে নিয়ে দিল্লি রওনা দেয় পুলিশ৷ বিকেল ৪.১৫ মিনিট নাগাদ আসানসোল থেকে শিয়ালদহ- অমৃতসর বাঘ এক্সপ্রেসে সায়গলকে নিয়ে দিল্লি রওনা হন পুলিশকর্মীরা৷ আসানসোল জেলেই বন্দি ছিলেন সায়গল৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

পুলিশের একজন এসআই, একজন এএসআই এবং ছ' জন কনস্টেবল সায়গলের সঙ্গে দিল্লি গিয়েছেন৷ সায়গল হোসেনকে ইডি দিল্লিতে নিয়ে গিয়ে জেরা করার অনুমতি পাওয়ায় অনুব্রত মণ্ডলের উপরেও নিঃসন্দেহে চাপ বাড়ল৷ কারণ প্রথম থেকেই ইডি এবং সিবিআই-এর অভিযোগ, গরু পাচারের বেআইনি কারবারে অনুব্রতর ডান হাত ছিলেন সায়গল৷

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Saigal Hossain: সব চেষ্টা ব্যর্থ, পুলিশি প্রহরায় দিল্লি গেলেন সায়গল! আরও চাপে অনুব্রত
Open in App
হোম
খবর
ফটো
লোকাল