#সিউড়ি: বীরভূমের সিউড়ি হাসপাতাল থেকে সদ্যোজাতকে নিয়ে অ্যাম্বুলেন্সে চড়ে বাড়ি ফিরছিলেন এক মা। তার সঙ্গে ছিল তার বাড়ির এক আত্মীয়া। সিউড়ি থেকে বোলপুর রাস্তার উপর ওই অ্যাম্বুলেন্সটি খারাপ হয়ে যায়। সেই সময় শহরের রাস্তায় লকডাউন ঠিকঠাক হচ্ছে কিনা তার তদারকিতে বীরভূম জেলা পুলিসের সাব-ইন্সপেক্টর আশীষ রায়ের নেতৃত্বে পুলিসের একটি গাড়ি বেরিয়ে ছিল। রাস্তায় দাঁড়িয়ে থাকা অ্যাম্বুলেন্স দেখে তাঁদের গাড়ি দাঁড়ায় অ্যাম্বুলেন্সের পাশে । তাঁরা ড্রাইভারকে জিজ্ঞাসা করে জানতে পারেন অ্যাম্বুলেন্সটি ব্রেক ডাউন হয়ে গিয়েছে । ভিতরে সদ্যোজাতকে নিয়ে এক মা রয়েছেন।
advertisement
বিষয়টি জানতে পেরে প্রথমে ওই গাড়িতে থাকা পুলিসকর্মীরা অ্যাম্বুলেন্সটিকে ঠিলে স্টার্ট করার চেষ্টা করে । কিন্তু সেটি স্টার্ট না নেওয়ায় ওই পুলিসের গাড়িতে থাকা ইন্সপেক্টর আশীষ রায় পুলিশের গাড়িতে ওই প্রসূতি এবং সদ্যোজাতকে চাপিয়ে পুলিসকর্মীদের সঙ্গে দিয়ে পাঠিয়ে দেন বাড়িতে। তারপর সেখান থেকে পায়ে হেঁটে সাব-ইন্সপেক্টর আশিষ রায় ফিরে আসেন পুলিস লাইনে নিজের দফতরে। পুলিসের এই মানবিক সাহায্যে খুশি ওই পরিবার। লকডাউনে বীরভূম জেলা পুলিসের এক একটি পদক্ষেপ আগেই মন জয় করেছে বীরভূমবাসীর।