জানা গিয়েছে, এ দিন সাদা রংয়ের একটি স্করপিও গাড়ির ভিতরে একসঙ্গে চারটি গরুকে এ রাজ্যে পাচারের চেষ্টা চলছিল৷ চালকের পিছনের দিকের আসনগুলি খুলে ফেলে সেখানে রাখা হয়েছিল চারটি গরুকে কোনওরকমে বেঁধে রাখা হয়েছিল৷
আরও পড়ুন: আরও কয়েক গুণ চাপ বাড়াল সিবিআই, অনুব্রতর সঙ্গে জুড়ে গেল হাওয়ালা-যোগ!
advertisement
পশ্চিমবঙ্গ- ঝাড়খণ্ড সীমান্তে গাড়িটিকে আটকায় মাইথন থানার পুলিশ৷ গরুগুলিকে উদ্ধার করলেও দেখা যায় তার মধ্যে একটির মৃত্যু হয়েছে৷ গ্রেফতার করা হয়েছে গাড়ির চালক এবং খালাসিকে৷ উদ্ধার হওয়া বাকি তিনটি গরুকে স্থানীয় গোশালার হাতে তুলে দেওয়া হয়েছে৷
গরু পাচার কাণ্ডে এ রাজ্যে ধরপাকড় শুরু হওয়ার পর থেকেই পাচারকারীদের চিন্তা বেড়েছে৷ তাই পুলিশের চোখে ফাঁকি দিয়ে গরু পাচারের চেষ্টা করছে তারা৷ কিছুদিন আগে বাঁকুড়ায় একটি দুধের গাড়ির ভিতর থেকেও বেশ কিছু গরু উদ্ধার হয়৷ গাড়িটি দুর্ঘটনার কবলে পড়ায় বেশ কয়েকটি গরুর মৃত্যুও হয়েছিল৷