যদিও পুলিশি হানার আঁচ পেয়ে আগেভাগেই গা ঢাকা দেয় অভিযুক্ত যুবক৷ পুলিশের প্রাথমিক অনুমান কোনও অপরাধের সূত্রেই ওই টাকা এবং গয়না হাতে এসেছে যুবকের৷ অভিযুক্তের খোঁজে শুরু হয়েছে তল্লাশি৷
স্থানীয় সূত্রেই পুলিশ খবর পায়, নন্দীগ্রাম এক নম্বর ব্লকের দাউদপুর অঞ্চলের নয়নান গ্রামে এক যুবক হঠাতই বেশ কয়েকদিন ধরে দেদার টাকা খরচ করছে এবং সম্পত্তি কেনায় বিনিয়োগ করছে। তাতে সন্দেহ হয় গ্রামবাসীদের।
advertisement
আরও পড়ুন: পার্থ-অর্পিতা জেলে, আজ কে উদ্বোধন করবেন নাকতলা উদয়ন সঙ্ঘের পুজো, জানুন
এই খবর পুলিশের কাছে পৌঁছলে যুবকের উপরে নজর রাখতে শুরু করে পুলিশ৷ নন্দীগ্রাম থানার পুলিশ৷ প্রাথমিক খোঁজখবর নিয়ে পুলিশ জানতে পারে অভিযুক্ত যুবক অপরাধমূলক কাজের সঙ্গে যুক্ত। পুলিশ আরও জানতে পারে, অন্য জায়গায় অপরাধমূলক কাজকর্ম করে টাকা হাতিয়ে এনে নিজের পাড়ায় টাকা খরচ করছে সে।
শেষ পর্যন্ত মঙ্গলবার রাতে ওই যুবকের বাড়িতে হানা দেয় পুলিশ৷ যদিও পুলিশ পৌঁছনোর আগেই গা ঢাকা দেয় অভিযুক্ত৷ অভিযুক্তের বাড়িতে তল্লাশি চালিয়ে নগদ ২ লক্ষ টাকা উদ্ধার করে পুলিশ৷ সঙ্গে উদ্ধার হয়েছে বেশ কিছু গয়নাও৷ ওই যুবকের সঙ্গে তার কয়েকজন সঙ্গীও গা ঢাকা দিয়েছে৷