TRENDING:

Nandigram: এবার নন্দীগ্রামে উদ্ধার টাকা, দিন মজুরের বাড়িতে ২ লক্ষ! তদন্তে পুলিশ

Last Updated:

স্থানীয় সূত্রেই পুলিশ খবর পায়, নন্দীগ্রাম এক নম্বর ব্লকের দাউদপুর অঞ্চলের নয়নান গ্রামে এক যুবক হঠাতই বেশ কয়েকদিন ধরে দেদার টাকা খরচ করছে এবং সম্পত্তি কেনায় বিনিয়োগ করছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নন্দীগ্রাম: পেশায় দিন মজুর৷ অথচ সেই যুবকই বেশ কিছু দিন ধরে দেদার টাকা খরচ করছিল৷ পরের পর সম্পত্তিও কিনছিল সে৷ সেই খবর পুলিশের কানে পৌঁছতে সময় লাগেনি৷ তক্কে তক্কে থেকে শেষ পর্যন্ত মঙ্গলবার সন্ধ্যায় নন্দীগ্রাম থানা এলাকার বাসিন্দা ওই যুবকের বাড়িতে হানা দিয়ে নগদ ২ লক্ষ টাকা উদ্ধার করল পুলিশ৷ সঙ্গে উদ্ধার হয়েছে সোনার গয়নাও৷
নন্দীগ্রামে উদ্ধার হওয়া টাকা, সোনা৷
নন্দীগ্রামে উদ্ধার হওয়া টাকা, সোনা৷
advertisement

যদিও পুলিশি হানার আঁচ পেয়ে আগেভাগেই গা ঢাকা দেয় অভিযুক্ত যুবক৷ পুলিশের প্রাথমিক অনুমান কোনও অপরাধের সূত্রেই ওই টাকা এবং গয়না হাতে এসেছে যুবকের৷ অভিযুক্তের খোঁজে শুরু হয়েছে তল্লাশি৷

স্থানীয় সূত্রেই পুলিশ খবর পায়, নন্দীগ্রাম এক নম্বর ব্লকের দাউদপুর অঞ্চলের নয়নান গ্রামে এক যুবক হঠাতই বেশ কয়েকদিন ধরে দেদার টাকা খরচ করছে এবং সম্পত্তি কেনায় বিনিয়োগ করছে। তাতে সন্দেহ হয় গ্রামবাসীদের।

advertisement

আরও পড়ুন: পার্থ-অর্পিতা জেলে, আজ কে উদ্বোধন করবেন নাকতলা উদয়ন সঙ্ঘের পুজো, জানুন

এই খবর পুলিশের কাছে পৌঁছলে যুবকের উপরে নজর রাখতে শুরু করে পুলিশ৷ নন্দীগ্রাম থানার পুলিশ৷ প্রাথমিক খোঁজখবর নিয়ে পুলিশ জানতে পারে অভিযুক্ত যুবক অপরাধমূলক কাজের সঙ্গে যুক্ত। পুলিশ আরও জানতে পারে, অন্য জায়গায় অপরাধমূলক কাজকর্ম করে টাকা হাতিয়ে এনে নিজের পাড়ায় টাকা খরচ করছে সে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

শেষ পর্যন্ত মঙ্গলবার রাতে ওই যুবকের বাড়িতে হানা দেয় পুলিশ৷ যদিও পুলিশ পৌঁছনোর আগেই গা ঢাকা দেয় অভিযুক্ত৷ অভিযুক্তের বাড়িতে তল্লাশি চালিয়ে নগদ ২ লক্ষ টাকা উদ্ধার করে পুলিশ৷ সঙ্গে উদ্ধার হয়েছে বেশ কিছু গয়নাও৷ ওই যুবকের সঙ্গে তার কয়েকজন সঙ্গীও গা ঢাকা দিয়েছে৷

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Nandigram: এবার নন্দীগ্রামে উদ্ধার টাকা, দিন মজুরের বাড়িতে ২ লক্ষ! তদন্তে পুলিশ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল