দেগঙ্গা থানার বেড়াচাঁপা-২ পঞ্চায়েতের যাদবপুর এলাকা থেকে তাজা বোমাটি উদ্ধার হয়। বিষয়টি প্রথম স্থানীয়দের নজরে আসে। এই বিষয়ে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, জনবহুল এলাকায় রাস্তার ধারে একটি অটোর পাশে তাজা বোমাটি পড়েছিল। কয়েকজন স্থানীয় বাসিন্দা সেটি দেখতে পান। এরপরই খবর দেওয়া হয় পুলিশে। দেগঙ্গা থানার পুলিশ এসে তাজা বোমাটি নিষ্ক্রিয় করে নিয়ে যায়।
advertisement
আরও পড়ুন: পুলিশের গাড়ি দেখেই ট্রাক্টর ফেলে দে ছুট! গ্রিন ট্রাইবুনালের নির্দেশ এড়িয়ে কী হচ্ছিল জানেন?
প্রত্যক্ষদর্শীদের থেকে জানা গিয়েছে, বোমাটি যাতে অব্যর্থভাবে ফাটতে পারে তার জন্য জ্বলন্ত ধূপকাঠি তার সঙ্গে বেঁধে দেওয়া ছিল। কিন্তু জল লেগে ধূপকাঠিটি কোনভাবে নিভে যায়। আর তাতেই এ যাত্রায় রেহাই পাওয়া গিয়েছে বলে মনে করা হচ্ছে। এই ঘটনায় আতঙ্ক ছড়ায় এলাকায়।
আরও পড়ুন: জলের তলায় চাষের জমি, বৃষ্টির আনন্দ মুছে চোখে জল
স্থানীয়দের থেকে খবর পেয়ে দেগঙ্গা থানার পুলিশ এসে বোমাটি নিষ্ক্রিয় করে। কে বা কারা কী উদ্দেশ্যে এলাকায় বোমাটি রেখেছিল তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। বিষয়টি নিয়ে বেশ আতঙ্কিত স্থানীয়রা।