আসানসোলে কম্বল বিতরণ করতে গিয়ে তিন জনের পদপিষ্ট হয়ে মৃত্য়ুর ঘটনায় আগেই জিতেন্দ্র তিওয়ারি, তাঁর স্ত্রী ও আসানসোল পুরনিগমের কাউন্সিলর চৈতালি তিওয়ারি সহ দশ জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে পুলিস। গতকালই জিজ্ঞাসাবাদের কথা জানিয়ে চৈতালি তিওয়ারিকে নোটিস পাঠিয়েছিল পুলিস। এই ঘটনায় ইতিমধ্য়েই ৬ জনকে গ্রেফতারও করা হয়েছে।
advertisement
গত বুধবার আসানসোলে কম্বল বিতরণের অনুষ্ঠানে পদপিষ্ট হয়ে তিন জনের মৃত্য়ু হয়েছিল। ওই অনুষ্ঠানের উদ্য়োক্তা ছিলেন চৈতালীদেবীই। এই ঘটনায় জিতেন্দ্র তিওয়ারি এবং চৈতালি তিওয়ারির নামে পুলিসে অভিযোগ দায়ের হয়। অনুষ্ঠানের আয়োজকদের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ ওঠে। এই ঘটনায় ইতিমধ্য়েই ৬ জনকে গ্রেফতার করেছে আসানসোল উত্তর থানার পুলিস।
জিতেন্দ্র এবং চৈতালি তিওয়ারির অবশ্য় পাল্টা অভিযোগ, ইচ্ছাকৃত ভাবেই তাঁদের ফাঁসানোর চেষ্টা করছে পুলিস। ওই ঘটনায় উপস্থিত ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও। যদিও ঘটনার সময় তিনি সেখানে উপস্থিত ছিলেন না।
বিজেপি নেতাদের পাল্টা দাবি, অনুষ্ঠান আয়োজনের বেশ কয়েক দিন আগে কম্বল বিতরণের কথা চিঠি দিয়ে পুলিসকে জানানো হয়েছিল। তা সত্ত্বেও ঘটনার দিন পর্যাপ্ত পুলিসি নিরাপত্তার আয়োজন ছিল না।