মাটির তলা থেকে নগদ টাকা ও গয়না উদ্ধারের পাশাপাশি এলাকার দুই কুখ্যাত দুষ্কৃতী কেউ গ্রেফতার করেছে পুলিশ। সূত্রের খবর, সোমবার গভীর রাতে গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ মিনাখাঁর ঝিকরা এলাকায় হানা দেয়। এই অভিযানে হাতেনাতে ফল মেলে। কারণ গোপন সূত্রে পাওয়া খবর একেবারে সঠিক ছিল। মিনাখাঁ থানার পুলিশ গ্রেফতার করে এলাকার দুই কুখ্যাত দুষ্কৃতি সোমনাথ পাত্র ও ভোলা পাত্রকে।
advertisement
আরও পড়ুন: বাংলার মুখ্যমন্ত্রী হয়েছেন তিনবার, ছিলেন স্বাধীনতা সংগ্রামী! আজ বাঙালি ভুলতে বসেছে তাঁকে
এদিকে এই দুই কুখ্যাত অপরাধীকে জেরা করে কার্যত রত্ন ভাণ্ডারের সন্ধান মেলে! ধৃত সোমনাথ পাত্রের বাড়ির মাটি খুঁড়তেই বেরিয়ে আসে টাকা ও সোনা রুপোর গয়না। এদের যাবতীয় দুষ্কর্মের সম্পদ মাটির তলাতে ওইভাবেই লুকিয়ে রাখা ছিল।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
গোটা বিষয়টি দেখে অভিজ্ঞ পুলিশ আধিকারিকরাও বিস্মিত হয়ে গিয়েছেন। তবে শেষ পর্যন্ত অভিযানে সাফল্য মেলায় খুশি সকলে। জানা গিয়েছে নগদ ৫০ হাজার টাকার বেশি উদ্ধার হয়েছে। এদিকে মঙ্গলবার ওই দুই দুষ্কৃতিকে বসিরহাট মহকুমা আদালতে তোলা হবে।