গত ১৩ ডিসেম্বর যুবভারতীতে মেসি শোয়ে তাণ্ডব ভাঙচুরের পর শতদ্রুকে গ্রেফতার করে বিধাননগর পুলিশ। শতদ্রুর বিরুদ্ধে অভিযোগ আয়োজন সংস্থা হিসাবে যুবভারতীতে বিশৃঙ্খলার দায় তার। ইতিমধ্যেই এই ঘটনায় পদক্ষেপ করেছে রাজ্য সরকার। রাজ্য পুলিশের ডিজি-সহ একাধিক পুলিশ আধিকারিককে শোকজ করার পাশাপাশি ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের পদত্যাগ গ্রহণ করেছেন মুখ্যমন্ত্রী।
advertisement
আরও পড়ুন: সংখ্যালঘু দিপু দাসকে পিটিয়ে হত্যার নিন্দা করল বাংলাদেশ, জনতাকে শান্ত থাকার আহ্বান
শতদ্রু দত্তকে হেফাজতে নিয়ে তদন্ত চালাচ্ছে পুলিশ। আজ প্রথমে বিধাননগর পুলিশের দলটি রিষড়া থানায় আসে। সেখান থেকে বাঙুরপার্কে যায়। সুত্রের খবর, এই ইভেন্টের জন্য তার আয়ের উৎস এবং একাধিক নথিপত্র খতিয়ে দেখা হয়। পরিবারের সদস্যদের দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হয়। বাড়ি থেকে বেরোনোর সময় পুলিশ আধিকারিক বলেন, “তদন্তের বিষয় আছে তাই এখন কিছু বলা যাচ্ছে না। বিধাননগর দক্ষিণ থানায় রাজ্য যুবভারতী কাণ্ডে পুলিশের পক্ষ থেকে দুটি এফআইআর করা হয়েছে”। সেই এফআইআর এর ভিত্তিতে পুলিশের এই কালো টাকার উৎস সন্ধানে তদন্ত করবে বলে খবর। মেসিকে কলকাতা নিয়ে আসেন শতদ্রু দত্ত। তবে এই বিশৃঙ্খলা থেকে অত্যধিক টিকিটের দাম, জলের দাম সমস্ত কিছুই খতিয়ে দেখা হচ্ছে বলেই জানা গিয়েছে।
