TRENDING:

Bhangar ISF Police Clash: পুলিশের পাঁচটি বাইকে আগুন, উল্টে দেওয়া হল প্রিজন ভ্যান! ওয়াকফ বিক্ষোভকে কেন্দ্র করে রণক্ষেত্র ভাঙড়

Last Updated:

এ দিন শিয়ালদহে ওয়াকঅফ আইনের বিরোধিতায় সভার ডাক দিয়েছিল আইএসএফ৷ আইএসএফ প্রধান এবং দলের বিধায়ক নওশাদ সিদ্দিকির ওই সভায় উপস্থিত থাকার কথা ছিল৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কল্যাণ মণ্ডল, ভাঙড়: আইএসএফ- পুলিশ সংঘর্ষে রণক্ষেত্রের চেহারা নিল দক্ষিণ চব্বিশ পরগণার ভাঙড়ের শোনপুর বাজার এলাকা৷ পুলিশের প্রিজন ভ্যানে ভাঙচুর করে উল্টে দিল ক্ষুব্ধ জনতা৷ পুলিশের পাঁচ পাঁচটি বাইকে ভাঙচুর করে আগুনও ধরিয়ে দেওয়া হয়৷ শুধু শোনপুর নয়, ভোজেরহাট, বৈরামপুর সহ বাসন্তী এক্সপ্রেসওয়ে বরাবর একাধিক জায়গায় পুলিশের সঙ্গে সংঘাতে জড়ান আইএসএফ কর্মী সমর্থকরা৷ দীর্ঘক্ষণ বাসন্তী এক্সপ্রেসওয়েতে কার্যত বন্ধ হয়ে থাকে যান চলাচল৷
ভাঙড়ে আক্রান্ত পুলিশের প্রিজন ভ্যান, আগুন মোটর সাইকেলে৷
ভাঙড়ে আক্রান্ত পুলিশের প্রিজন ভ্যান, আগুন মোটর সাইকেলে৷
advertisement

প্রথমে মারমুখী জনতার সামনে পিছু হটলেও পড়ে কলকাতা পুলিশের বিশাল বাহিনী গিয়ে এলাকার দখল নয়৷ ঘটনাস্থলে যান কলকাতা পুলিশের জয়েন্ট সিপি ক্রাইম রূপেশ কুমার৷ পুলিশের উপরে হামলা এবং গাড়ি, বাইকে ভাঙচুর, অগ্নিসংযোগের অভিযোগে বেশ কয়েকজনকে আটকও করা হয়৷ সন্ধে পর্যন্ত থমথমেই ছিল ভাঙড়ের শোনপুর বাজার এলাকার পরিস্থিতি৷

এ দিন মৌলালিতে ওয়াকঅফ আইনের বিরোধিতায় সভার ডাক দিয়েছিল আইএসএফ৷ আইএসএফ প্রধান এবং দলের বিধায়ক নওশাদ সিদ্দিকির ওই সভায় উপস্থিত থাকার কথা ছিল৷ আইএসএফ-এর অভিযোগ, সকাল থেকে তাঁদের কর্মী সমর্থকরা ভাঙড় থেকে ওই সভার উদ্দেশ্যে রওনা দিলে তাঁদের আটকে দেয় পুলিশ৷ এ নিয়েই দু পক্ষের বচসা, ধস্তাধস্তিতে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে৷ আইএসএফ সমর্থকদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জও করে পুলিশ৷

advertisement

এর পরই নওশাদ সিদ্দিকি ঘোষণা করেন, এ দিনই ভাঙড়ের শোনপুর বাজারে সভা করবেন তিনি৷ সেই মতো শোনপুর বাজার এলাকায় ভিড় করতে শুরু করেন আইএসএফ কর্মী সমর্থকরা৷ শুরু হয় সভার কাজও৷ অভিযোগ, সভাস্থলে কেন পুলিশ থাকবে তা নিয়ে প্রশ্ন তুলে পুলিশকর্মীদের উপরে চড়াও হন কয়েকজন আইএসএফ কর্মী, সমর্থকরা৷  পুলিশকে লক্ষ্য করে ইটবৃষ্টিও করা হয় বলে অভিযোগ৷ ইটের আঘাতে আহত হন বেশ কয়েকজন পুলিশকর্মী৷ মাথা ফাটে কয়েকজনের৷ এর পরই ধীরে ধীরে পরিস্থিতি রণক্ষেত্রে চেহারা নেয়৷ আগুন জ্বলে ভাঙড়ে৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি অবশ্য বলেন, ‘যেখানে শান্তিপূর্ণ আন্দোলন হবে না সেখানে আইএসএফ থাকবে না৷ তবে আমাদের আন্দোলন চলবে, প্রয়োজনে ছ মাস, এক বছর এই আন্দোলন চালাতে হবে’

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bhangar ISF Police Clash: পুলিশের পাঁচটি বাইকে আগুন, উল্টে দেওয়া হল প্রিজন ভ্যান! ওয়াকফ বিক্ষোভকে কেন্দ্র করে রণক্ষেত্র ভাঙড়
Open in App
হোম
খবর
ফটো
লোকাল