TRENDING:

Bangla News: মাস্ক না পরে রাস্তায়! সোনারপুরের ঘটনার পর এই বেপরোয়া মনোভাব আর দেখাবেন তো?

Last Updated:

Bangla News: বহু মানুষকে রাস্তায় দেখা গিয়েছে মাস্ক ছাড়াই ঘুরে বেড়াচ্ছেন। জানতে চাইলে, কেউ বলছেন মাস্ক কিনতে যাচ্ছি, কেউ বা বলছেন একটু আগেই পরা ছিল। পরিস্থিতি বেগতিক দেখে কড়া হাতে পরিস্থিতি মোকাবিলায় নেমেছে পুলিশ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#সোনারপুর: পুজোয় উত্তাল আনন্দ, ঘোরাঘুরির মাশুল দিতে চলেছে বাঙালি? পুজোর পর থেকেই ধীরেধীরে বাড়ছে করোনার সংক্রমণ। পরিস্থিতি এতটাই আশঙ্কার হয়ে উঠছে, কলকাতার কাছেই কার্যত লকডাউনের পরিস্থিতি ফিরল দক্ষিণ চব্বিশ পরগণার সোনারপুর-রাজপুরে৷ রাজপুর-সোনারপুর পুর এলাকায় গত কয়েকদিন ধরেই করোনা আক্রান্তের সংখ্যা উদ্বেগজনক ভাবে বাড়ছিল (Lockdown Like Restrictions in Bengal)৷ আর সেই কারণেই কড়া সিদ্ধান্ত নিল রাজপুর সোনারপুর পুর কর্তৃপক্ষ৷ আজ, ২৮ অক্টোবর থেকে ৩০ অক্টোবর পর্যন্ত তিন দিন সোনারপুর-রাজপুর পুর এলাকায় জরুরি পরিষেবা বাদ দিয়ে সমস্ত দোকান, শপিং মল বন্ধ থাকছে। যদিও সাধারণ মানুষের মধ্যে এখনও হুঁশ ফেরেনি। বহু মানুষকে রাস্তায় দেখা গিয়েছে মাস্ক ছাড়াই ঘুরে বেড়াচ্ছেন। জানতে চাইলে, কেউ বলছেন মাস্ক কিনতে যাচ্ছি, কেউ বা বলছেন একটু আগেই পরা ছিল। পরিস্থিতি বেগতিক দেখে কড়া হাতে পরিস্থিতি মোকাবিলায় নেমেছে পুলিশ।
মাস্ক না পরে রাস্তায় নয়
মাস্ক না পরে রাস্তায় নয়
advertisement

আরও পড়ুন: কলকাতার কাছেই ফিরল লকডাউন, কাল থেকে তিন দিন কড়া বিধিনিষেধ, ছাড় জরুরি পরিষেবায়

জানা গিয়েছে, সকাল থেকে এখনও পর্যন্ত মাস্ক না পরার জন্য ৭৪ জনকে আটক করেছে পুলিশ। তাঁদের মধ্যে মহিলারা যেমন আছেন, তেমন অল্পবয়সীরাও রয়েছে। এই পদক্ষেপের মাধ্যমে স্থানীয় মানুষকে আসলে বার্তা দিতে চেয়েছে পুলিশ। ইতিমধ্যেই মাস্ক নিয়ে বারবার সতর্ক করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে, এখনও রাস্তাঘাটে সেই সচেতনতা চোখে পড়েনি।

advertisement

আরও পড়ুন: 'বিজেপি থাকছে', মোদি ও গেরুয়া শিবিরের শক্তির রহস্য কোথায়? মুখ খুললেন প্রশান্ত কিশোর

গত কদিন ধরেই পুলিশের তরফে মাইকিং করে রাজপুর সোনারপুর পুর এলাকায় কার্যত লকডাউনের ঘোষণা করে দেওয়া হয়েছিল৷ মাস্ক ছাড়া বাইরে বেরোলেই ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করেছিল পুলিশ প্রশাসন৷ কিন্তু তাতেও হুঁশ ফেরেনি বহু মানুষের। মাস্ক না পরে রাস্তায় বেরোনো থেকেই তা স্পষ্ট।

advertisement

আরও পড়ুন:  হঠাৎই BSF ক্যাম্পে হাজির দিলীপ-সুকান্ত! 'অভিসন্ধি' নিয়ে মারাত্মক অভিযোগ TMC-র

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

প্রসঙ্গত, রাজপুর সোনারপুর পুরসভায় মোট ১৯টি মাইক্রো কনটেইনমেন্ট জোন ঘোষণা করেছে জেলা প্রশাসন। সংক্রমণ রুখতে বৃহস্পতিবার সকাল থেকেই তৎপর ছিল পুলিশ। সোনারপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে মাস্ক না পরায় গতকালই মোট ৩২ জনকে আটক করা হয়েছিল। এদিন সেই সংখ্যাটা একলাফে বেড়ে হয়েছে ৭৪। পুজোর পর থেকেই কলকাতা এবং সংলগ্ন অঞ্চলে করোনা আক্রান্তের সংখ্যা উদ্বেগজনক ভাবে বেড়ে চলেছে৷ কলকাতা ছাড়াও উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগণায় নতুন আক্রান্তের সংখ্যা রাজ্য প্রশাসনের চিন্তা বাড়িয়েছে অনেকটাই৷

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bangla News: মাস্ক না পরে রাস্তায়! সোনারপুরের ঘটনার পর এই বেপরোয়া মনোভাব আর দেখাবেন তো?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল