জানা যাচ্ছে, গোপন সূত্রে খবর পেয়ে গতকাল গভীর রাতে পাথুরিয়ায় নিশিকান্তের বাড়িতে হানা দেয় বাগদা থানার পুলিশ। তল্লাশি চালানোয় উদ্ধার হয়, প্রচুর স্কুল সার্টিফিকেট, বার্থ সার্টিফিকেট , পঞ্চায়েত সার্টিফিকেট, স্কুল লিভিং সার্টিফিকেট, বহু রবার স্ট্যাম্প (প্রধান শিক্ষক, বিডিও অফিস), রিফিউজি সার্টিফিকেট, মাইগ্রেশন সার্টিফিকেট।
আরও পড়ুনঃ শুধু পড়াশোনা নয়, এবার স্কুলে হবে আদা-রসুন চাষ! চাহিদা মেটাতে অভিনব উদ্যোগ রাজ্যের
advertisement
ভুয়ো নথি সহ গৃহশিক্ষক নিশিকান্তকে গ্রেফতার করে পুলিশ। ধৃতের ৭ দিনের পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে বনগাঁ মহকুমা আদালতে পাঠানো হয়। ৫ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন বিচারক।
প্রসঙ্গত, এর আগেও বিভিন্ন সময়ে শিরোনামে উঠে এসেছে ভুয়ো শংসাপত্রের খবর। এবার এক গৃহশিক্ষকের বাড়ি থেকে ভুরি ভুরি ভুয়ো সার্টিফিকেট উদ্ধার করল পুলিশ। আগামীদিনে এই ঘটনা কোনদিকে মোড় নেয় সেটাই দেখার।