দেশরাজ খুন করেছে জানা সত্ত্বেও তাকে আশ্রয় দেওয়া ও ভুয়ো নথি তৈরি করে তাকে পালাতে সাহায্য করার অভিযোগে গ্রেফতার করা হয়েছে কুলদীপ সিং-কে। কুলদীপ সিং এর বাড়ি উত্তরপ্রদেশের দেউড়িয়ায়। গুজরাটের জামনগর থেকে তাকে গ্রেফতার করে নিয়ে আসা হচ্ছে। আজকেই তাকে কৃষ্ণনগর নিয়ে আসা হবে।
গত সোমবার দুপুরে কৃষ্ণনগরের মানিকপাড়ার বাড়িতে ঢুকে ঈশিতা মল্লিক নামে এক কলেজ ছাত্রীকে গুলি করে খুন করে দেশরাজ৷ উত্তরপ্রদেশের বাসিন্দা হলেও কাঁচরাপাড়ার ভাড়া বাড়িতে থাকত দেশরাজ৷ ঈশিতাকে খুনের পর দেশরাজ পালিয়ে উত্তরপ্রদেশে তার দেশের বাড়িতেই পালিয়েছে বলে প্রথম থেকেই সন্দেহ ছিল তদন্তকারীদের৷
advertisement
তদন্তকারীদের দাবি, দেশরাজ খুন করে উত্তর প্রদেশেই পালিয়েছিল৷ সেখানে নিজের মামা কুলদীপের কাছে আশ্রয় নেয় সে৷ দেশরাজকে গা ঢাকা দেওয়ার ব্যবস্থা করার পর কুলদীপ নিজেও গুজরাতে পালিয়ে যায়৷ গোপন সূত্রে খবর পেয়ে সেখান থেকেই কুলদীপকে গ্রেফতার করে নদিয়া জেলা পুলিশ৷
কুলদীপকে নিজেদের হেফাজতে নিয়ে জেরা করে দেশরাজ সম্পর্কে আরও তথ্য পেতে চায় পুলিশ৷ দেশরাজের দুই কাকাও দেউরিয়ার কুখ্যাত দুষ্কৃতী৷ তাঁর খুড়তুতো ভাইও এলাকার দুষ্কৃতী হিসেবে পরিচিত৷ ফলে দেশরাজও তাদের আশ্রয়েই রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ৷