TRENDING:

PM Modi in Arambagh: আজ আরামবাগে প্রধানমন্ত্রী, ভোটের আগে বঙ্গে প্রথম জোড়া কর্মসূচি মোদির

Last Updated:

আরামবাগের সরকারি মঞ্চ থেকে ২২ হাজার কোটি টাকার বিভিন্ন উন্নয়নমূলক কাজের শিলান্যাস করার পাশাপাশি রঘুনাথপুর থার্মাল পাওয়ার স্টেশনের দ্বিতীয় পর্যায়ের সূচনা করবেন প্রধানমন্ত্রী ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ভেঙ্কটেশ্বর লাহিড়ী, আরামবাগ: আজ, শুক্রবার আরামবাগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জোড়া কর্মসূচি। বেলা ৩টে নাগাদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রথমে সরকারি অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। বাংলার জন্য একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন প্রধানমন্ত্রী। আরামবাগের সরকারি মঞ্চ থেকে ২২ হাজার কোটি টাকার বিভিন্ন উন্নয়নমূলক কাজের শিলান্যাস করার পাশাপাশি রঘুনাথপুর থার্মাল পাওয়ার স্টেশনের দ্বিতীয় পর্যায়ের সূচনা করবেন প্রধানমন্ত্রী ৷ এ ছাড়া রেল, সড়ক, হলদিয়া বারাউনি তেলের পাইপ লাইন-সহ বাংলার জন্য বিভিন্ন প্রকল্পের উদ্বোধন করবেন। এরপর ৩ টে বেজে ৪৫ মিনিটে সরকারি অনুষ্ঠান স্থলের কাছেই আরামবাগে দলীয় সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন নরেন্দ্র মোদি।
আজ আরামবাগে প্রধানমন্ত্রী, ভোটের আগে বঙ্গে প্রথম জোড়া কর্মসূচি মোদির (File Photo)
আজ আরামবাগে প্রধানমন্ত্রী, ভোটের আগে বঙ্গে প্রথম জোড়া কর্মসূচি মোদির (File Photo)
advertisement

আরও পড়ুন– রাশিফল ১ মার্চ; দেখে নিন আপনার আজকের দিন নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

লোকসভা ভোটকে সামনে রেখে বাংলায় আরামবাগ থেকেই প্রচার শুরু করছেন মোদি। ইতিমধ্যেই বাংলায় ৪২ টি আসনের মধ্যে ৩৫ টি আসনের লক্ষ্যমাত্রা বেঁধে দিয়েছেন অমিত শাহ। সেই জায়গায় দাঁড়িয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আরামবাগে বিজেপির জনসভা মঞ্চ থেকে কী বার্তা দেন, সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল। গত লোকসভা নির্বাচনে আরামবাগ আসনটিতে তৃণমূল প্রার্থীর কাছে সামান্য কিছু ভোটের ব্যবধানে পরাজিত হন বিজেপি প্রার্থী। ৩৫টি আসনের যে টার্গেটকে সামনে রেখে এগোচ্ছে বঙ্গ বিজেপি তার মধ্যে আরামবাগ আসনটিও রয়েছে।

advertisement

আরও পড়ুন– তাপমাত্রা ধীরে ধীরে বাড়বে, রবিবার থেকে দুর্যোগপূর্ণ আবহাওয়া রাজ্যের বেশ কিছু জেলায়!

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

প্রধানমন্ত্রীর আজ, শুক্রবারের সভার মাধ্যমেই লোকসভা ভোটের দামামা বাজাতে চাইছে বঙ্গ পদ্ম শিবির। রাজ্য বিজেপি নেতৃত্ব শাসক দলকে নিশানা করে প্রায় প্রতিদিনই একের পর এক অভিযোগের বোমা ফাটিয়ে চলেছেন। সেই জায়গায় দাঁড়িয়ে নরেন্দ্র মোদি কী বার্তা দেন, তা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ। আরামবাগে দলীয় সভা শেষ করে প্রধানমন্ত্রী কলকাতার উদ্দেশ্যে রওনা দেবেন। রাজভবনে রাত্রিবাস করার পর শনিবার সকালে কৃষ্ণনগরে সরকারি বিভিন্ন প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করার পর লোকসভা ভোটের আগে বাংলায় দ্বিতীয় দলীয় জনসভায় অংশ নেবেন নরেন্দ্র মোদি।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
PM Modi in Arambagh: আজ আরামবাগে প্রধানমন্ত্রী, ভোটের আগে বঙ্গে প্রথম জোড়া কর্মসূচি মোদির
Open in App
হোম
খবর
ফটো
লোকাল