জঙ্গলমহলের অন্যান্য উৎসবের মধ্যে এক প্রধান উৎসব মকর পরব। মাংস পিঠে থেকে শুরু করে দুধ পুলি, পাটিসাপটা সহ একাধিক নিত্যনতুন পিঠে বানিয়ে এই পিঠেপুলি উৎসব পালন করেন গ্রামীণ মানুষজন। ঢেঁকিতে চাল ভেঙে মকর পরবে পিঠে বানিয়ে থাকেন তারা। তবে যারা পড়াশোনার কারণে বাইরে হোস্টেলে থাকে সেই সমস্ত ছেলেমেয়েরা এই পিঠেপুলির আনন্দে মেতে উঠতে পারে না। তাদের জন্য বিদ্যালয়ের এই উদ্যোগ।
advertisement
আরও পড়ুন: ইচ্ছে থাকলে সব হয়! হাতে ৫০০ টাকা নিয়েই খালি পায়ে মহাকুম্ভের পথে এই যুবক
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
পশ্চিম মেদিনীপুরের নারায়নগড়ের দ্য ইনস্টিটিউট অফ অ্যাক্যাডেমিক এক্সিলেন্স বিদ্যালয়ে আয়োজিত হল পিঠেপুলি উৎসব। যেখানে প্রাথমিক শ্রেণী থেকে একাদশ শ্রেণি পর্যন্ত ছাত্রছাত্রীরা প্রায় পঞ্চাশেরও অধিক বিভিন্ন ধরনের পিঠে দিয়ে স্টল দিয়েছে। সামান্য টাকায় বিক্রি করছে বন্ধুদের। অন্যদের স্টল থেকে কিনে খাচ্ছে নিজেরাও। স্বাভাবিকভাবে এক অভিনব আয়োজন বিদ্যালয়ে। প্রসঙ্গত এর আগে বিদ্যালয়ে নানা সাংস্কৃতিক অনুষ্ঠান কিংবা ক্রীড়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। তবে এই বছর নতুন করে এই উদ্যোগ। বিদ্যালয়ের ছেলেমেয়েদের পাশাপাশি এলাকার মানুষজনও মেতে ওঠেন এই পিঠেপুলি উৎসবে।
মূলত মকর পরবে বাড়ি যেতে না পারা ছাত্র-ছাত্রীরা যাতে মানসিকভাবে কষ্ট না পায় বা ভেঙ্গে না পড়ে তার কারণেই এই উদ্যোগ। বাবা মায়েদের সঙ্গে সহযোগিতা করে নিজেরাই তৈরি করেছে এই পিঠে। স্বাভাবিকভাবে এক অভিনব আয়োজনের সাক্ষী রইল এলাকার মানুষ থেকে ছাত্র-ছাত্রীরা। জঙ্গলমহলের পিঠের স্বাদ নিল এই জেলার পড়ুয়ারা।
রঞ্জন চন্দ





