TRENDING:

Picnic Near Kolkata: রূপনারায়ণের পারে পিকনিক! সব আয়োজন হবে এক ফোনেই! জানুন বিস্তারিত

Last Updated:

শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের স্মৃতি বিজড়িত হাওড়ার বাগনানের পানিত্রাস বর্তমানে পিকনিকের অন্যতম সেরা ঠিকানা, এবার ফোনের মাধ্যমেই সব আয়োজন

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
হাওড়া : কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের স্মৃতি বিজড়িত হাওড়ার পানিত্রাস | এখানে কলকাতা থেকে অনেক মানুষ আসেন নিরিবিলিতে, প্রকৃতির মাঝে পিকনিক করতে| এবার ফোনের মাধ্যমেই পিকনিক স্পট বুকিং থেকে খাবারের আয়োজন সব কিছুর ব্যবস্থা করে দেওয়া হয় |
advertisement

সব কিছুই চলে হাওড়ার কল্যাণ গ্রাম পঞ্চায়েতের তত্ত্বাবধানে| নদী পারে প্যান্ডেল থেকে খাবার খুব সহজেই হয়ে যায় সব আয়োজন |

শীতের মরশুম শুরু হয়ে গিয়েছে| আর এই সময় অনেকেই পিকনিকের আমেজে মেতে ওঠেন, পরিবার, বন্ধু নিয়ে পিকনিকের জন্য ছুটে যান বিভিন্ন জায়গায় | একটু নির্জন, গ্রাম্য পরিবেশে সময় কাটাতে চান অনেকেই|

advertisement

আর সেই জায়গা যদি হয় একদম নদীর ধারে, তাহলে তো কোনও কথাই হবে না | আমরা কথা বলছি কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের স্মৃতিধন্য বাগনানের পানিত্রাসের কথা, বর্তমানে তা দূর-দূরান্ত থেকে মানুষের কাছে এক পিকনিক স্পট| এখানে উপভোগ করতে পারবেন গ্রাম্য মনোরম পরিবেশ। নিতে পারবেন পিকনিকের আমেজ |

আপনি চাইলে ফোনের মাধ্যমেই পিকনিক স্পট এবং পিকনিকের আয়োজন বুক করেতে পারেন। স্থানীয় পঞ্চায়েত এর সঙ্গে যোগাযোগ করতে পারেন এছাড়াও স্থানীয় বেশ কিছু মানুষ ব্যবস্থা করে থাকেন।

advertisement

এখানকার জন প্রতি খরচও মানুষের সাধ্যর মধ্যে| চেয়ার-টেবিল, ডেকরেটর্স, রান্নার সরঞ্জাম, খাবার নিয়ে চিকেন থালির দাম ৪০০-৫০০ টাকা এবং মটন থালির দাম ৬০০-৭০০ টাকা| এছাড়াও রাত্রিনিবাসের জন্য রয়েছে হোম স্টে -এর ব্যবস্থাও |

এখানে পিকনিকের প্রয়োজনীয় সামগ্রী এবং খাবারের আয়োজন এর জন্য যোগাযোগ করতে পারেন

8537998629

9933430769

9609312433

কলকাতা থেকে পানিত্রাসে পিকনিকে আসা সুপ্রিয় ঘোষ জানান, প্রকৃতিপ্রেমী মানুষের জন্য পিকনিকের আদর্শ হাওড়ার পানিত্রাস। কলকাতা থেকে বহু মানুষ আসেন এখানে। বর্তমান সময়ে এখানে পিকনিক করা আরও সুবিধা জনক হয়েছে।

advertisement

ফোনের মাধ্যমেই ওর্ডার করে পিকনিকের প্রয়োজনীয় সামগ্রী থেকে খাবার সবই আয়োজন করা সম্ভব হচ্ছে।  শীতের মরশুমে পিকনিকের জন্য আদর্শ এই জায়গা | এমন সুবিধা মেলায় আরও ভিড় বাড়ছে মানুষের। রবিবার ও ছুটির দিনগুলিতে আরও ভিড়।

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

রাকেশ মাইতি

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Picnic Near Kolkata: রূপনারায়ণের পারে পিকনিক! সব আয়োজন হবে এক ফোনেই! জানুন বিস্তারিত
Open in App
হোম
খবর
ফটো
লোকাল