TRENDING:

Petrol Pump Scam: তেল নয়, ভাতারের পাম্পে কী ভরা হচ্ছিল গাড়িতে? ভয়ঙ্কর অভিযোগে তুলকালাম, ছুটে এল পুলিশ

Last Updated:

বিক্ষোভের মুখে পাম্পের তেলের বিশুদ্ধতার প্রমাণ দিতে গিয়ে আরও ফাঁপড়ে পড়েন পাম্প কর্তৃপক্ষ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পেট্রোল পাম্পের নজেল দিয়ে তেল নয়, বের হচ্ছে জল! তা দেখে অবাক গ্রাহকরা। মোটা টাকা দাম দিয়ে শেষে কিনা কিনছেন কাদাজল! জানতে পেরে ক্ষোভে ফুঁসে উঠলেন এলাকার বাসিন্দারা। উত্তেজনা তৈরি হওয়ায় ঘটনাস্থলে যায় পুলিশও। তবে এ বিষয়ে মুখে কুলুপ এঁটেছে পেট্রোল পাম্প কর্তৃপক্ষ। মঙ্গলবার এই অভিযোগেই উত্তেজনা ছড়াল পূর্ব বর্ধমানের ভাতারের একটি পেট্রোল পাম্পে৷
ভাতারের পেট্রোল পাম্পে ক্রেতাদের বিক্ষোভ৷
ভাতারের পেট্রোল পাম্পে ক্রেতাদের বিক্ষোভ৷
advertisement

পেট্রোল পাম্পে জ্বালানি তেল কিনতে গিয়ে চক্ষু চড়কগাছ গাড়ি চালকদের। মোটা টাকা দিয়ে এ কী কিনছেন! তেল না কাদাজল! বাসিন্দারা বলছেন, তেল না জল কী কিনতে এসেছেন তা বুঝতেই পারছেন না। এই চাঞ্চল্যকর অভিযোগ ঘিরে শোরগোল ভাতারে। ক্রেতাদের বিক্ষোভের মুখে পড়ে পেট্রোল পাম্প কর্তৃপক্ষের ছেড়ে দে মা কেঁদে বাঁচার জোগাড়! পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পৌঁছয় ভাতার থানার পুলিশ।

advertisement

অভিযোগ, কয়েক দিন ধরেই বর্ধমান-কাটোয়া রাস্তার ভাতারের বেলেন্ডা মোড় সংলগ্ন এলাকার পেট্রোল পাম্প থেকে জল মিশ্রিত তেল দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠছিল। মঙ্গলবার সকালে ভাতারের বড় বেলুনের এক বাসিন্দা তাঁর গাড়ির চালককে তেল আনতে পাঠান। সেই তেল দেখে সন্দেহ হওয়ায় পেট্রোল পাম্পে তিনি গিয়ে খোঁজখবর শুরু করতেই আরও অনেকে একই অভিযোগ নিয়ে সরব হন এবং পাম্প কর্তৃপক্ষকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন।

advertisement

বিক্ষোভের মুখে পাম্পের তেলের বিশুদ্ধতার প্রমাণ দিতে গিয়ে আরও ফাঁপড়ে পড়েন পাম্প কর্তৃপক্ষ।এরপর ক্রেতাদের ক্ষোভের আঁচ বাড়তে থাকায় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ভাতার থানার পুলিশ এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

ক্রেতাদের অভিযোগ, বেশ কিছুদিন ধরেই এই জল মেশানো পেট্রোল, ডিজেল বিক্রি করা হচ্ছিল। কিছু ক্রেতার তাতে সন্দেহ হয়। তাঁরা প্রতিবাদ করলেও তাঁদের অভিযোগকে সেভাবে আমল দেওয়া হয়নি। কিন্তু আজ সেই গন্ডগোল বড় আকার নেয়। ক্রেতাদের অভিযোগ, ওই পাম্প যে জল মেশানো জ্বালানি তেল বিক্রি হচ্ছিল তা প্রমাণ হয়ে গিয়েছে।অবিলম্বে এই পাম্প কর্তৃপক্ষের বিরুদ্ধে আইন মোতাবেক ব্যবস্হা নেওয়ার দাবি তুলেছেন ক্রেতারা। ক্রেতাদের অভিযোগের পরিপ্রেক্ষিতে তদন্ত শুরু করেছে পুলিশ।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Petrol Pump Scam: তেল নয়, ভাতারের পাম্পে কী ভরা হচ্ছিল গাড়িতে? ভয়ঙ্কর অভিযোগে তুলকালাম, ছুটে এল পুলিশ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল