প্রতিবাদের নামে তাণ্ডব চলছেই। নাগরিকত্ব আইনের প্রতিবাদে শনিবার সকাল থেকেই অশান্ত হয়ে ওঠে কোনা এক্সপ্রেসওয়ে। গড়ফা মোড়ে অবরোধ শুরু করেন কয়েকশো মানুষ। ঘণ্টা খানেক পর পুলিশ এসে অবরোধ তুলতে গেলে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। হাওড়া-আমতা রেললাইন থেকে পুলিশকে লক্ষ্য করে পাথর ছোড়ে বিক্ষোভকারীরা। গাছের গুড়ি, টায়ার ফেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। ট্রেন লাইনে উঠে পড়ে আন্দোলনকারীরা। পাথর মেরে লাইন নষ্ট করার চেষ্টা বিক্ষোভকারীদের।
advertisement
বিক্ষোভ হঠাতে কাঁদানে গ্যাস ছোড়ে পুলিশ। এরপর উত্তেজনা আরও বাড়ে।
গড়ফা ব্রিজের উপর সাত-আটটি বাসে ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেয় বিক্ষোভকারীরা। পুলিশের গাড়িতেও চলে হামলা। দীর্ঘক্ষণ অবরোধের জেরে যানজটে নাজেহাল হন সাধারণ মানুষ। কার্যত অবরুদ্ধ হয়ে পড়ে কোনা এক্সপ্রেসওয়ে।
আগুনে ভস্মীভূত হয়ে যায় একাধিক বাস।
বিক্ষোভের আঁচ ছড়িয়ে পড়ে খেজুরতলাতেও। বাস, গাড়ি ভাঙচুর করে আগুন ধরিয়ে দেওয়া হয়। কোনা এক্সপ্রেসওয়েতে আনা হয় আরও বাহিনী। পুলিশ আন্দোলনকারীদের সঙ্গে কথা বলার পর অবরোধ ওঠে।
দমকল কর্মীরা এসে আগুন নেভান। পোড়া বাস সরানো হয় রাস্তা থেকে। দুপুর দুটোর পর থেকে পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় শুরু হয় যান চলাচল।
সুতিতেও সরকারি বাস ভাঙচুর করে আগুন। বেলডাঙা স্টেশনে আগুন নেভাতে গিয়ে জ্বলল দমকলের গাড়ি।