TRENDING:

Swasthya Sathi Card: স্বাস্থ্যসাথী কার্ডে বীরভূমে প্রথমবার বেসরকারি হাসপাতালে হাঁটু প্রতিস্থাপন

Last Updated:

Swasthya Sathi Card: হাঁটুর ক্ষয়ে হাঁটার ক্ষমতা হারিয়েছিলেন বেশ কিছুদিন আগে। সেই কারণেই প্রায় ৪ মাস ধরে বিছানায় শুয়েই দিন কাটতো তাঁর।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#বীরভূম: স্বাস্থ্যসাথী কার্ডে (swasthya sathi card) একেবার দারুণ সুবিধা হাতেনাতে পাওয়া গেল৷ বীরভূমে (Birbhum) প্রথম হাঁটু প্রতিস্থাপন হল রাজ্য সরকারিরে এই বিশেষ কার্ড ব্যবহার করে৷  বীরভূমের সিউড়ির স্বস্তিক বেসরকারি হাসপাতালে এই অপারেশন হল। বীরভূমের সাঁইথিয়া থানা এলাকার বাসিন্দা বন্ধুরা গ্রামের অনিমা কোনাই হাঁটুর ক্ষয়ে হাঁটার ক্ষমতা হারিয়েছিলেন বেশ কিছুদিন আগে। সেই কারণেই প্রায় ৪ মাস ধরে বিছানায় শুয়েই দিন কাটতো তাঁর।
People replaces knee with help of swasthya sathi card
People replaces knee with help of swasthya sathi card
advertisement

তিনি খোঁজ খবর নিয়ে  ডাঃ প্রিয়জিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে কথা বলেন । তারপরই তিনি সমস্ত শারীরিক পরীক্ষা করে পরামর্শ দেন হাঁটু নতুন ভাবে প্ৰতিস্থাপনের জন্য । কিন্তু এই অপারেশনের খরচা প্রচুর প্রায় ২ লক্ষ টাকা । তবে আর্থিক ভাবে পিছিয়ে থাকা এই পরিবারের ২ লক্ষ টাকা চিকিৎসার খরচ বহন করার ক্ষমতা ছিল না। তাই স্বাস্থ্যসাথী কার্ড (swasthya sathi card) হওয়ার পর রোগীর পরিবারের সদস্যরা প্রথমে ডাক্তারের সঙ্গে ও তারপর বেসরকারি ওই হাসপাতাল স্বস্তিক হাসপাতালের  সাথে যোগাযোগ করলে স্বাস্থ্যসাথী কার্ডে অপারেশন করা হবে বলে জানানো হয় রোগীর বাড়ির লোককে । সেই মতো হল বাম হাঁটু প্রতিস্থাপনের ঘটনা।

advertisement

এই বিষয়েই চিকিৎসক প্রিয়জিৎ চট্টোপাধ্যায় জানান , "  বীরভূমের সাঁইথিয়া থানা এলাকার বাসিন্দা বন্ধুরা গ্রামের অনিমা কোনাই বেশ অনেক দিন ধরেই ভুগছিলেন হাঁটুর ব্যাথায় । দীর্ঘ দিন ধরে অনেক জায়গায় ঘুরে অবশেষে আসেন আমার কাছে । আমি তার হাটুর অবস্থা দেখে বুঝতে পারি তার হাটুর হাড় ক্ষয়ে গেছে । তারপর তার শারীরিক পরীক্ষা করে তার হাটু পুনরায় প্রতিস্থাপনের সিদ্ধান্ত নিই । ঠিক তার কয়েকদিন পরে আজ সকালে তার হাটুর অপারেশন করা হয় । এবং সেটি সফল হয় । "

advertisement

ডাক্তার প্রিয়জিৎ চট্টোপাধ্যায় আরও জানান   কয়েকদিনের মধ্যেই অনিমা কোনাই আবার হাঁটতে পারবেন তাঁর নিজের পায়ে । রোগীর বাড়ির লোক মিলন কোনায় বলেন, " অনেক ধন্যবাদ মমতা বন্দ্যোপাধ্যায়কে । স্বাস্থ্য সাথী কার্ড না থাকলে আজ আমরা চেয়েও এই অপারেশন করাতে পারতাম না । তাই এই কার্ডের জন্য আজ আমার শাশুড়ি মাকে সুস্থ করতে পারলাম । এরজন্য সঙ্গে অসংখ্য ধন্যবাদ ডাক্তারবাবু ও হাসপাতাল কর্তৃপক্ষকে ।’’ "সিউড়ি স্বস্তিক হাসপাতালের কর্ণধার জয় প্রকাশ খৈতান জানান তারা A ক্যাটাগরি স্বাস্থ্যসাথী কার্ডের (swasthya sathi card) পরিষেবার জন্য প্রস্তুত,  আগামীদিনেও স্বাস্থ্যসাথী কার্ডে আরও এই ধরনের অপারেশন করবেন সাধারন মানুষকে পরিষেবা দেওয়ার জন্য।’’

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

Supratim Das

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Swasthya Sathi Card: স্বাস্থ্যসাথী কার্ডে বীরভূমে প্রথমবার বেসরকারি হাসপাতালে হাঁটু প্রতিস্থাপন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল