TRENDING:

দুর্গাপুজো নয় এখানে তিন দিন চলে লক্ষ্মী পুজো

Last Updated:

মা উমা নয়, হাওড়ার জয়পুরের খালনা গ্রামে হয় মেয়ে লক্ষ্মীর আরাধনা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#জয়পুরে: থিম পুজো। জাঁকজমকে একে অপরকে টেক্কা দেওয়ার লড়াই। মা উমা নয়, হাওড়ার জয়পুরের খালনা গ্রামে হয় মেয়ে লক্ষ্মীর আরাধনা। তবে মন্দার বাজারে এবারের পুজোয় পড়েছে টান।
advertisement

চন্দননগরের জগদ্ধাত্রী পুজো। বাঁশবেড়িয়ার কার্তিক পূজো বা বারাসাতের কালীপুজোর যেমন নাম, তেমনি বিখ্যাত হাওড়ার জয়পুর‌ থানার খালনা গ্রামের লক্ষ্মী পুজো।

একসময় গ্রাম ভাসত বন্যায়। মাঠেই নষ্ট হত ফসল। তখন কাজের খোঁজে শহরে পাড়ি দিয়েছিলেন গ্রামের অনেকে। এরপই গ্রামে লক্ষ্মীর আরাধনা শুরু। গ্রামে দুর্গাপুজো হয় হাতে গোনা। লক্ষ্মীপুজোর জন্যই সারাবছর অপেক্ষা। একশোর বেশি বারোয়ারি পুজো। তার মধ্যে চল্লিশের বেশি বড় বাজেটের পুজো।

advertisement

গ্রামের সিংহভাগ মানুষই স্বর্ণ শিল্পের সঙ্গে যুক্ত। মন্দার বাজারে সোনার ব্যবসা বেহাল। তারই প্রভাব পড়েছে এবারের পুজোয়।

এক দিনের পুজো। তিন দিনের উৎসব। কয়েক লক্ষ মানুষের সমাগম। সারাবছরের অপেক্ষা শেষে লক্ষ্মী আরাধনায় সেজে উঠেছে খালনা গ্রাম।

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
দুর্গাপুজো নয় এখানে তিন দিন চলে লক্ষ্মী পুজো
Open in App
হোম
খবর
ফটো
লোকাল