জোড়া পায়খানা নামের জায়গাটি আসলে কোথায় ? এই জায়গাটি উত্তর ২৪ পরগনার কামারহাটি (Kamarhati) এলাকার ১৯ নম্বর ওয়ার্ডে । সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে বন্ধু-বান্ধবের ইয়ার্কিতে নাজেহাল অবস্থা থেকে মুক্তির পথ খুঁজে জায়গার নাম বদলে উদ্যোগী হয়েছেন এলাকার বাসিন্দারা।
advertisement
নামবদলের চেষ্টায় বাসিন্দারা যোগাযোগ করেছেন স্থানীয় জনপ্রতিনিধির কাছে। তাঁদের অনুরোধ, 'জোড়া পায়খানার মোড়'-এর নাম বদলে অন্য কিছু করে দিন । স্থানীয় বাসিন্দাদের নামবদলের যুক্তিকে মান্যতা দিয়ে কামারহাটির বিধায়ক মদন মিত্র (Mada Mitra) জানালেন, ‘‘তিনি জায়গাটির নাম নারায়ন দেবনাথ মোড় নামে জনপ্রিয় করার চেষ্টা করবেন।’’
আরও পড়ুন - IPL 2022: কেকেআর অধিনায়ক শ্রেয়স, ফের খেতাব জয়ের স্বপ্নে বুঁদ নাইট ফ্যানরা
লোকমুখে প্রচলিত হওয়া এই নামটি জন্যই বিড়ম্বনায় পড়তে হয়েছে স্থানীয় এলাকার বহু মানুষকে। ঠিকানা বলতে গিয়ে ঘুরপথ ব্যক্ত করতে হয়েছে অনেক সময়। তবে অবশেষে যদি এই নতুন নাম মানুষের লোকমুখে প্রচারিত হয়ে বদল হয় পুরনো বৃষ্টি নামের তবে স্বভাবতই খুশি হবেন স্থানীয় এলাকার বাসিন্দারা। অপরদিকে নারায়ণ দেবনাথের মতন একজন ব্যক্তিত্বের নামে এই সরণির নামকরণ হওয়ায় বিশেষ সম্মান পাবেন বাংলার এই স্বনামধন্য ব্যক্তি।
Rudra Narayan Roy