কাকদ্বীপ লট নম্বর আট নদীঘাটে অসংখ্য মানুষ তর্পণের জন্য ভিড় করেছেন। মুড়িগঙ্গা নদীর তীরে ভোর থেকে চলছে তর্পণ। ধূপ-ধুনোর গন্ধে মেতে উঠেছে দেবীপক্ষের সূচনাকাল। স্থানীয় মানুষজনেরা নিজেদের স্বর্গীয় আত্মীয়-স্বজনের আত্মার শান্তি কামনায় লট নম্বর আট ঘাটে ভিড় জমিয়েছেন।
advertisement
জানা গিয়েছে, আজ দিনভর কাকদ্বীপের লট নং আট ঘাটে স্থানীয় মানুষজনেরা স্নান করবেন। অন্যদিকে গঙ্গাসাগরে সমুদ্র সৈকতে ভিড় করেছেন প্রচুর মানুষ। সেই ভিড় সামাল দিতে প্রশাসনের তরফ থেকে অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে। যাত্রী পরিষেবা ঠিক রাখতে রাখা হয়েছে অতিরিক্ত বাস।
প্রসঙ্গত, প্রত্যেক বছর মহালয়ার ভোরে বহু মানুষ তর্পণ করেন। গঙ্গার ঘাটগুলিতে উপচে পড়ে ভিড়। চলতি বছরও এর ব্যতিক্রম হল না। এদিন ভোর থেকেই কাকদ্বীপ লট নম্বর আট নদীঘাটে অসংখ্য মানুষ তর্পণের জন্য ভিড় করেন। গঙ্গাসাগর সমুদ্র সৈকতেও দেখা গিয়েছে একই ছবি। ভিড় সামাল দিতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।