TRENDING:

ধূপ-ধুনোর গন্ধে দেবীপক্ষের সূচনা! মহালয়ার ভোরে কাকদ্বীপের বিভিন্ন ঘাটে তর্পণের ভিড়

Last Updated:

Mahalaya Tarpan: কাকদ্বীপ লট নম্বর আট নদীঘাটে অসংখ্য মানুষ তর্পণের জন্য ভিড় জমিয়েছেন। মুড়িগঙ্গা নদীর তীরে ভোর থেকে চলছে তর্পণ। ধূপ-ধুনোর গন্ধে মেতে উঠেছে দেবীপক্ষের সূচনাকাল

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কাকদ্বীপ, দক্ষিণ ২৪ পরগনা, বিশ্বজিৎ হালদারঃ আজ থেকে দেবীপক্ষের সূচনা হয়ে গেল। প্রত্যেক বছরের মতো এই বছরের মহালয়ার ভোরেও রাজ্যের বিভিন্ন গঙ্গার ঘাটে চোখে পড়ল উপচে পড়া ভিড়। দেবীপক্ষের সূচনাকালে কাকদ্বীপের বিভিন্ন ঘাটগুলিতেও দেখা গিয়েছে এই ছবি।
মহালয়ায় তর্পণ। ফাইল ছবি
মহালয়ায় তর্পণ। ফাইল ছবি
advertisement

কাকদ্বীপ লট নম্বর আট নদীঘাটে অসংখ্য মানুষ তর্পণের জন্য ভিড় করেছেন। মুড়িগঙ্গা নদীর তীরে ভোর থেকে চলছে তর্পণ। ধূপ-ধুনোর গন্ধে মেতে উঠেছে দেবীপক্ষের সূচনাকাল। স্থানীয় মানুষজনেরা নিজেদের স্বর্গীয় আত্মীয়-স্বজনের আত্মার শান্তি কামনায় লট নম্বর আট ঘাটে ভিড় জমিয়েছেন।

আরও পড়ুনঃ একই উঠোনে সাত দুর্গার পুজো! কেতুগ্রামের ভট্টাচার্য পরিবারে লুকিয়ে এক অজানা ইতিহাস! যার সাক্ষী হতে প্রতিবছর জমে ভিড়

advertisement

জানা গিয়েছে, আজ দিনভর কাকদ্বীপের লট নং আট ঘাটে স্থানীয় মানুষজনেরা স্নান করবেন। অন্যদিকে গঙ্গাসাগরে সমুদ্র সৈকতে ভিড় করেছেন প্রচুর মানুষ। সেই ভিড় সামাল দিতে প্রশাসনের তরফ থেকে অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে। যাত্রী পরিষেবা ঠিক রাখতে রাখা হয়েছে অতিরিক্ত বাস।

সেরা ভিডিও

আরও দেখুন
নিভিয়ে দেওয়া হয় গোটা গ্রামের আলো! 'জয় মা কালী' ধ্বনিতে মশালের আলোয়...!
আরও দেখুন

প্রসঙ্গত, প্রত্যেক বছর মহালয়ার ভোরে বহু মানুষ তর্পণ করেন। গঙ্গার ঘাটগুলিতে উপচে পড়ে ভিড়। চলতি বছরও এর ব্যতিক্রম হল না। এদিন ভোর থেকেই কাকদ্বীপ লট নম্বর আট নদীঘাটে অসংখ্য মানুষ তর্পণের জন্য ভিড় করেন। গঙ্গাসাগর সমুদ্র সৈকতেও দেখা গিয়েছে একই ছবি। ভিড় সামাল দিতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
ধূপ-ধুনোর গন্ধে দেবীপক্ষের সূচনা! মহালয়ার ভোরে কাকদ্বীপের বিভিন্ন ঘাটে তর্পণের ভিড়
Open in App
হোম
খবর
ফটো
লোকাল