বাড়ি বন্ধ রেখে অসুস্থ নিকট আত্মীয়কে দেখতে অন্যত্র পরিবারের সদস্যরা, দরজার তালা ভেঙে কয়েক লক্ষ নগদ টাকা ও অলঙ্কার লুঠ করে চম্পট দুষ্কৃতীদের৷ বাড়িতে কেউ নেই, সেই খেয়াল রাখছিল দুষ্কৃতীরা, এবং সুযোগ বুঝে ফাঁকা বাড়িতে ঢুকে সর্বস্ব লুঠ করল তারা।
advertisement
বাঁকুড়া সদর থানার উপরশোল গ্রামের বাসিন্দা পেশায় সমৃদ্ধ কৃষক সন্দীপ রায়। সম্প্রতি নিজের জমি বিক্রির প্রায় সাত লক্ষ টাকা নগদ নিজের ঘরেই রেখেছিলেন। ঘরের আলমারিতে সেই নগদ টাকার পাশাপাশি রাখা ছিল অলঙ্কারও। এদিকে হঠাৎ করে বুধবার খবর আসে সন্দীপ রায়ের এক আত্মীয় গুরুতর অসুস্থ। অসুস্থ সেই আত্মীয়কে দেখতে নিজের ঘর তালা বন্ধ রেখে পরিবারের সদস্যদের নিয়ে অন্যত্র যান সন্দীপ রায়।
বাড়ি ফাঁকা থাকার সুযোগে বুধবার রাতে দরজার তালা ভেঙে ভেতরে ঢোকে দুষ্কৃতীরা। ঘরে ঢুকে আলমারির লকার ভেঙে নগদ টাকা ও অলঙ্কার লুঠ করে অবাধে চম্পট দেয় দুষ্কৃতীরা। আজ সকালে ঘরের দরজার তালা ভাঙা দেখে সন্দেহ হয় স্থানীয়দের। চুরি হয়েছে বুঝতে পেরে খবর দেওয়া হয় বাঁকুড়া সদর থানায়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘটনার তদন্ত শুরু করে।
প্রিয়ব্রত গোস্বামী