সেই বাজার এখান ধ্বংসস্তূপ! কিন্তু কেন এমন বেহাল দশা? এলাকার মানুষের দাবি, বহুদিন ধরে নৌকাগুলি সংস্কার হয়নি। তার উপরে একাধিক প্রাকৃতিক বিপর্যয়ে সব নৌকাগুলো নষ্ট হয়ে গিয়েছে।
বাজারে ছিল দুশোরও বেশি নৌকা। সেই বাজার এখান ধ্বংসস্তূপ! কিন্তু কেন এমন বেহাল দশা? এলাকার মানুষের দাবি, বহুদিন ধরে নৌকাগুলি সংস্কার হয়নি। তার উপরে একাধিক প্রাকৃতিক বিপর্যয়ে সব নৌকাগুলো নষ্ট হয়ে গিয়েছে। তবে এখনও ওই নৌকার মধ্যে বাসস্থান তৈরি করে নিয়ে বাঁচার চেষ্টা করছেন কিছু বৃদ্ধ-বৃদ্ধা এবং বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তি। দু-একটি দোকান রয়েছে যারা সকাল থেকে পসরা সাজিয়ে বসে সন্ধ্যা হলে গুটিয়ে নেয়। সারাদিনে সামান্য কিছু বেচা কেনা হলেও খুব ভাল বেচাকেনা না হওয়ায় সংসার চালান দায়। যাঁরা এখনও নৌকা আগলে বসে রয়েছেন, তাঁদের আবেদন, ” আমাদের কোথাও দোকান করার, মাথা গোঁজার ঠাঁই করে দেওয়ার আবেদন সরকারের কাছে।”
advertisement